Question:তোমার এলাকায় বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। কারা ফসল ফলান? আরও চারজন পেশাজীবীর কাছ থেকে তুমি কীকী সেবা পেয়ে থাক তা লেখ।
Answer
কৃষকরা ফসল ফলান। যে চারজন পেশাজীবীর কাছ থেকে আমি সেবা নিতে পারি তা হলো: ১. হাঁড়ি-পাতিল: রান্নার কাজে ব্যবহার করি। ২. কলস: পানি রাখার কাজে লাগাই। ৩. টব: ফুল গাছ লাগাই। ৪. মাটির পুতুল: শিশুরা খেলার জন্য ব্যবহার করে।