1. Question:তোমার এলাকায় বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। কারা ফসল ফলান? আরও চারজন পেশাজীবীর কাছ থেকে তুমি কীকী সেবা পেয়ে থাক তা লেখ। 

    Answer
    কৃষকরা ফসল ফলান।
    যে চারজন পেশাজীবীর কাছ থেকে আমি সেবা নিতে পারি তা হলো:
    ১. হাঁড়ি-পাতিল: রান্নার কাজে ব্যবহার করি।
    ২. কলস: পানি রাখার কাজে লাগাই।
    ৩. টব: ফুল গাছ লাগাই।
    ৪. মাটির পুতুল: শিশুরা খেলার জন্য ব্যবহার করে।

    1. Report
  2. Question:অসুখ হলে আমরা কোথায় ভর্তি হই। আমাদের রোগ-ব্যাধি নির্ণয় করেন কে? হাসপাতালের নার্সের তিনটি কাজের কথা লেখ। 

    Answer
    অসুখ হলে আমরা হাসপাতালে ভর্তি হই। ডাক্তার আমাদের রোগ-ব্যধি নির্ণয় করেন। হাসপতালে নার্সের তিনটি কাজ হলো-
    ১. একজন নার্স হাসাপাতালে রোগীদের সেবা দিয়ে থাকেন।
    ২. নার্স হাসপতালে ভর্তি হওয়া রোগীর ওষুধ ও পথ্য খাওয়ান।
    ৩. নার্সরা ডাক্তারের কাজে সাহায্য করেন।

    1. Report
  3. Question:তাঁতি কী দিয়ে কাপড় তৈরি করেন? কী দিয়ে পোশাক তৈরি হয় এবং কে তৈরি করেন? নতুন পোশাক পেলে তোমার কেমন লাগে তা দুটি বাক্যে লেখ। 

    Answer
    তাঁতি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় তৈরি করেন। কাপড় দিয়ে পোশাক তৈরি হয়। দুর্জি পেশাক তৈরি করেন।
    ১. নতুন পোশাক পেলে আমরা অনেক খুশি লাগে।
    ২. উৎসব অনুষ্ঠানে আমি নতুন পোষাক পরে থাকি।

    1. Report
  4. Question:পেশা বলতে কী বুঝ? 

    Answer
    যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তাকে পেশা বলে।

    1. Report
  5. Question:উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বল। 

    Answer
    উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম হলো- ক. কৃষি কাজ, খ. মাছ ধরা।

    1. Report
  6. Question:তোমার এই পাঠে কী কী ফসলের নাম জানলে? 

    Answer
    আমার এই পাঠে ধান, পাট, বেগুন, টমেটো, মুলা, গাজর এর নাম জানলাম।

    1. Report
  7. Question:পাঠের বাইরে আরও কোন কোন ফসলের নাম জান? 

    Answer
    পাঠের বাইরে আমি জানি- গম, আলু, পটল, ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক, পুঁইশাক ইত্যাদি।

    1. Report
  8. Question:কোথায় মাছ ধরা হয়? 

    Answer
    খাল-বিল, হাওর, বাঁওড়, নদী ও সাগরে মাছ ধরা হয়।

    1. Report
  9. Question:সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন? 

    Answer
    আমাদের সমাজে নানা পেশার মানুষ আছেন। সমাজে প্রত্যেক পেশািই গুরুত্বপূর্ণ। যেমন-শিক্ষক আমাদের লেখাপড়া শেখান। ডাক্তার আমাদের রোগ-ব্যাধি নির্ণয় করে ঔষধ দেন। দর্জি পোশাক তৈরি করেন। কুমার হাঁড়ি-পাতিল তৈরি করেন। আমরা কোকোন পেশাকে ছোট করে দেখবো না। কেননা আমরা বিভিন্ন পেশার মানুষের ওপর নির্ভরশীল। তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন। তাই আমরা সব পেশার মানুষকে সম্মান করব।

    1. Report
  10. Question:পেশাজীবীরা আমাদের কীভাবে সেবা দিয়ে সাহায্য করেন? 

    Answer
    পেশাজীবীরা আমাদের নানা ধরনের সেবা দিয়ে সাহায্য করেন। 
    চালক: বাস, ট্রাক, ট্যাক্সি, রিকশা প্রভৃতি চালান। তিনি যানবাহনের সাহায্যে আমাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করেন। আমাদের প্রয়োজনয়ি মালপত্র একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যান।
    ডাক্তার: অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান। ডাক্তার চিকিৎসার মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন। এছাড়া তারা রোগ-ব্যাধি নির্ণয় করে ওষুধ দেন।
    নার্স: নার্স হাসপাতালে রোগীদের সেবা দান করেন। তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান। নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন।
    শিক্ষক: শিক্ষক আমাদের পড়ালেখা, খেলাধুলা, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd