Question:দক্ষিণ মেরুতে কোন মহাদেশ অবস্থিত?
Answer
দক্ষিণ মেরুতে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত।
Question:দক্ষিণ মেরুতে কোন মহাদেশ অবস্থিত?
দক্ষিণ মেরুতে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত।
Question:বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখ।
বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম- ১. এশিয়া মহাদেশ: বাঘ, হরিণ, পান্ডা প্রভৃতি। ২. ইউরোপ মহাদেশ বল্গা হরিণ, শ্বেত শৃগাল, নেকড়ে বাঘ, বন্যশুয়োর, প্রভৃতি।
Question:বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখ।
বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম- ১. এশিয়া মহাদেশ: বাঘ, হরিণ, পান্ডা প্রভৃতি। ২. ইউরোপ মহাদেশ বল্গা হরিণ, শ্বেত শৃগাল, নেকড়ে বাঘ, বন্যশুয়োর, প্রভৃতি। ৩. আফ্রিকা মহাদেশ: জিরাফ, জেব্রা, গরিলা, শিম্পাঞ্জী, বেবুন প্রভৃতি। ৪. উত্তর আমেরিকা: শ্বেত শৃগাল, শ্বেত ভালুক, চিতা বাঘ প্রভৃতি। ৫. দক্ষিণ আমেরিকা: দীর্ঘ লেজবিশিষ্ট বানর, জাগুয়ার প্রভৃতি। ৬. অস্ট্রেলিয়া মহাদেশ: ক্যাঙ্গারু, প্লাটিপাস প্রভৃতি। ৭. এন্টার্কটিকা: পেঙ্গুইন, সিল প্রভৃতি প্রাণী বাস করে।
Question:আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও।
আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের জাতীয় পতাকা আয়তাকার। আমাদের দেশের জাতয়ি পতাকার। আমাদের জাতীয় পতাকায় দুটি রঙ আছে। একটি লাল রঙ অপরটি সবুজ রঙ। সবুজ রঙের মধ্যে টকটকে লাল গোলাকার একটি বৃত্ত রয়েছে। সবুজ ও লাল রঙ কতখানি জায়গা জুড়ে হবে তার এক নির্দিষ্ট মাপ রয়েছে। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬। অর্থা পতাকাটি দৈঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাপ পাশে থাকবে।
Question:পৃথিবী কী?
পৃথিবী সূর্যের একটি গ্রহ।
Question:পৃৃথিবী দেখতে কেমন?
আমাদের পৃথিবী দেখতে গোলাকার। তবে উপরে ও নিচে কিছুটা চাপা
Question:পৃথিবীতে সবচেযে বড় মহাদেশের নাম কী?
এশিয়া মহাদেশ পৃথিবীতে সবচেযে বড় মহাদেশের।
Question:মহাদেশ কাকে বলে?
পৃথিবীর স্থলভাগ যে সাতটি বড় ভাগে ভাগ করা হয়েছে তার প্রত্যেক ভাগকে মহাদেশ বলে।
Question:পৃথিবীর উপরিভাগে কী আছে?
পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ।
Question:পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত?
পৃথিবীর মোট চারভাগের এক ভাগ হলো স্থলভাগ।