1. Question:মানচিত্রের পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত? 

    Answer
    মানচিত্রের পশ্চিম দিকে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা।

    1. Report
  2. Question:মানচিত্রের দক্ষিণে কোন দুটি মহাদেশ অবস্থিত? 

    Answer
    মানচিত্রের দক্ষিণে এন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত।

    1. Report
  3. Question:পূর্বে কোন দুটি মহাদেশ অবস্থিত? 

    Answer
    পূর্বে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ অবস্থিত।

    1. Report
  4. Question:বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? 

    Answer
    বাংলাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।

    1. Report
  5. Question:বাংলাদেশ কোন মহাদেশের কোনটিকে অবস্থিত? 

    Answer
    বাংলাদেশে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।

    1. Report
  6. Question:বাংলাদেশের আয়তন কত? 

    Answer
    বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

    1. Report
  7. Question:ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশেশের সীমানায় অবস্থিত? 

    Answer
    ভারত ছাড়া মায়ানমারের সীমানা বাংলাদেশের সাথে রয়েছে।

    1. Report
  8. Question:রয়েল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? 

    Answer
    রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়।

    1. Report
  9. Question:কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি? 

    Answer
    পাট ও চা আমাদের অর্থ করী ফসল। এগুলো বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি।

    1. Report
  10. Question:আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কী? 

    Answer
    আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ হলো-
    কৃষিজ সম্পদ: কৃষিজ সম্পদের মধ্যে ধান, পাট ও চা অন্যতম।
    বজন সম্পদ: বাংলাদেশে তিন ধরনের বনভূমি আছে। এই সব বনভূমিতে বিভিন্ন গাছ, বাঁশ, বেত জন্মে। এছাড়াও রয়েছে বানর, হাতি এবং পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।
    খজিন সম্পদ: খনিজ সম্পদের মধ্যে প্রকাৃতিক গ্যাস অন্যতম। এছাড়া রয়েছে কয়লা, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি ইত্যাদি।
    পানি সম্পদ: বাংলাদেশে যেমন অনেক নদী আছে তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এসব জলাভূমিতে প্রচুর মাছ পাওয়া যায়, যা আমাদের আমিষের চাহিদা মেটায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd