1. Question:গাছ আমাদের প্রয়োজন কেন? 

    Answer
    গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকি। গাছ থেকে ছায়া পাই । এই গাছই আমাদের বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এছাড়াাও গাছ থেকে প্রাপ্ত। কাঠ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র যেমন- চেয়ার, টেবিল, খাট-আলমারি দরজা-জানালা তৈরি করি। গাছ আমাদের ফুল ও ফল দেয়। এসব কারণে গাছ আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।

    1. Report
  2. Question:রাজনৈতিক মনচিত্র কাকে বলে? 

    Answer
    যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশগুলো দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে।

    1. Report
  3. Question:বভিাগীয় শহর কাকে বলে? 

    Answer
    দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রধান শহর আছে। এটিকে বিভাগীয় শহর বলে।

    1. Report
  4. Question:মানচিত্রের কোন দিক উত্তর? 

    Answer
    মানিচেত্রের উপরের দিক হলো উত্তর।

    1. Report
  5. Question:মানচিত্রের কোন দিক দক্ষিণ? 

    Answer
    মানচিত্রের নিচের দিক দক্ষিণ।

    1. Report
  6. Question:বাংলাদেশের রাজধানীর নাম কী? 

    Answer
    ঢাকা বাংলাদেশের রাজধানী।

    1. Report
  7. Question:কবে ঢাক প্রতিষ্ঠিত হয়? 

    Answer
    প্রায় ৪০০ বছর পূর্বে ঢাকা প্রতিষ্ঠিত হয়।

    1. Report
  8. Question:প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? 

    Answer
    যে মানচিত্রে পাহাড় এবং নদ-নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মনচিত্র বলে।

    1. Report
  9. Question:বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? 

    Answer
    বাংলাদেশের প্রধান খজিন সম্পদ প্রাকৃতিক গ্যাস।

    1. Report
  10. Question:বাংলাদেশের প্রধন নদী গুলো কী কী? 

    Answer
    বাংলাদেশের প্রধান নদীগুলো হলো- পদ্মা, যমুনা, ব্রক্ষ্মপুত্র, মেঘনা ও কর্ণফুলী।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd