Question:ক্রিয়ার কাল কাকে বলে?
যে সময়ে কোনো কাজ ঘটে থাকে সে সময়কে ক্রিয়ার কাল বলে। যেমন: আমি বল খেলি।
Question:ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী?
ক্রিয়ার কাল তিন প্রকার। যথা: ক. বর্তমান কাল; খ. অতীত কাল; গ. ভবিষ্যৎ কাল।