Question:সহপাঠীদের সাথে ভালো ব্যবহারের উপকারিতা কী কী?
Answer সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হন। সকলে প্রশংসা করে, ভালোবাসে। বিশ্বাস করে। আদর করে। আমরা সকলে এক সাথে মিলেমিশে থাকব। আমরা একে অপরের সুখে সুখী হব। দুঃখে দুঃখী হব। তাহলে আব্বা-আম্মা খুশি থাকবেন। শিক্ষকগণ খুশি হবেন। পরিবেশ সুন্দর থাকবেন। শিক্ষকগণ খুশি হবেন পরিবেশ সুন্দর হব। আল্লাহ খুশি হবেন।
+ Report
shohopathীder shathe valo baboharer upakarita ki ki?