Question:অনুশীলনী-২.২
লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ১২৬ জন ছাত্রী নতুন ভর্তি হওয়ায় আগের ছাত্রী
সংখ্যা ১৪% বেড়ে গেল এবং বছরের প্রথম দিনে ১২ জন ছাত্রী অনুপস্থিত ছিল ।
ক. ১৪% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর ? ২
খ. পূর্বে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত ছিল ? ৪
গ. বছরের প্রথম দিনে শতকরা কত ছাত্রী উপস্থিত ছিল ? ৪
Answer ক. এখানে, `১৪% = ১৪ xx ১/(১০০) = (১৪)/(১০০) = ৭/(৫০)` উত্তর
খ. ধরি পূর্বের ছাত্রী সংখ্যা = ১০০ জন
তাহলে নতুন ছাত্রী ভর্তি হয় ১৪ জন ।
:. পূর্বের ছাত্রী সংখ্যা : নতুন ছাত্রী সংখ্যা = ১০০ : ১৪
বা, পূর্বের ছাত্রী সংখ্যা/নতুন ভর্তি সংখ্যা` = (১০০)/(১৪)`
:. পূর্বের ছাত্রী সংখ্যা নতুন ছাত্রী সংখ্যার ` (১০০)/(১৪) `গুণ ।
দেওয়া আছে, নতুন ছাত্রী সংখ্যা ১২৬ জন ।
:. পূর্বের ছাত্রী সংখ্যা `= (১০০)/(১৪) xx ১২৬ = ৯০০` জন ।
:. বর্তমানে ছাত্রী সংখ্যা (৯০০ + ১২৬) জন
= ১০২৬ জন (উত্তর)
গ. ’খ’ হতে পাই, বর্তমানে ছাত্রী সংখ্যা ১০২৬ জন
১২ জন অনুপস্থিত থাকলে উপস্থিত
ছাত্রী সংখ্যা (১০২৬ - ১২) জন = ১০১৪ জন
উপস্থিত ছাত্রী সংখ্যা : বর্তমান ছাত্রী সংখ্যা = ১০১৪ : ১০২৬
:. শতকরা উপস্থিত ছাত্রী সংখ্যা `= (১০১৪)/(১০২৬) xx ১০০`
এখানে ১৭১)১৬৯০০(৯৮
১৫৩৯
----------
১৫১০
১৩৬৮
------------
১৪২
:. উপস্থিত ছিল `৯৮ (১৪২)/(১৭১) %` (উত্তর)