Question:অনুশীলনী-২.২ লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ১২৬ জন ছাত্রী নতুন ভর্তি হওয়ায় আগের ছাত্রী সংখ্যা ১৪% বেড়ে গেল এবং বছরের প্রথম ‍দিনে ১২ জন ছাত্রী অনুপস্থিত ছিল । ক. ১৪% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর ? ২ খ. পূর্বে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত ছিল ? ৪ গ. বছরের প্রথম দিনে শতকরা কত ছাত্রী উপস্থিত ছিল ? ৪ 

Answer ক. এখানে, `১৪% = ১৪ xx ১/(১০০) = (১৪)/(১০০) = ৭/(৫০)` উত্তর খ. ধরি পূর্বের ছাত্রী সংখ্যা = ১০০ জন তাহলে নতুন ছাত্রী ভর্তি হয় ১৪ জন । :. পূর্বের ছাত্রী সংখ্যা : নতুন ছাত্রী সংখ্যা = ১০০ : ১৪ বা, পূর্বের ছাত্রী সংখ্যা/নতুন ভর্তি সংখ্যা` = (১০০)/(১৪)` :. পূর্বের ছাত্রী সংখ্যা নতুন ছাত্রী সংখ্যার ` (১০০)/(১৪) `গুণ । দেওয়া আছে, নতুন ছাত্রী সংখ্যা ১২৬ জন । :. পূর্বের ছাত্রী সংখ্যা `= (১০০)/(১৪) xx ১২৬ = ৯০০` জন । :. বর্তমানে ছাত্রী সংখ্যা (৯০০ + ১২৬) জন = ১০২৬ জন (উত্তর) গ. ’খ’ হতে পাই, বর্তমানে ছাত্রী সংখ্যা ১০২৬ জন ১২ জন অনুপস্থিত থাকলে উপস্থিত ছাত্রী সংখ্যা (১০২৬ - ১২) জন = ১০১৪ জন উপস্থিত ছাত্রী সংখ্যা : বর্তমান ছাত্রী সংখ্যা = ১০১৪ : ১০২৬ :. শতকরা উপস্থিত ছাত্রী সংখ্যা `= (১০১৪)/(১০২৬) xx ১০০` এখানে ১৭১)১৬৯০০(৯৮ ১৫৩৯ ---------- ১৫১০ ১৩৬৮ ------------ ১৪২ :. উপস্থিত ছিল `৯৮ (১৪২)/(১৭১) %` (উত্তর) 

+ Report
Total Preview: 2308
onushilne-২.২ lalmatiya balika uchch biddalyer shshth sranite ১২৬ jon chatri ntun bhroti hooyay ager chatri shongkha ১৪% beড়ে gel abong bochorer prothomo ‍dine ১২ jon chatri onupashothit chil . k. ১৪% ke shadharon bhgnangshe prokasho kar ? ২ kh. paূrobe biddalye chatri shongkha koto chil ? ৪ g. bochorer prothomo dine shotkra koto chatri upashothit chil ? ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd