Question:একটি রাশি অপর একটি রাশির ৭৫% । ক. রাশি দুইটির অনুপাত বের কর । ২ খ. প্রাপ্ত অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে লিখ এবং অনুপাতটির উত্তর উত্তর রাশি পূর্ব রাশির শতকরা কত অংশ ? ৪ গ. রাশি দুইুটর যোগফল ২১০ হলে, রাশি দুইটি নির্ণয় কর । ৪ 

Answer ক. এখানে` ৭৫% = (৭৫)/(১০০)` অর্থাৎ একটি রাশি ৭৫ হলে, অপর রাশিটি হবে ১০০ । তখন, ৭৫ ও ১০০ এর অনুপাত হলো ৭৫ : ১০০ = ৩ : ৪ :. রাশি দুইটির অনুপাত = ৩ : ৪ (উত্তর) খ. ’ক’ হতে পাই, রাশি দুইুটির অনুপাত = ৩ : ৪ :. রাশি দুইুটির ব্যস্ত অনুপাত = ৪ : ৩ :. উত্তর রাশি পূর্ব রাশির `৪/৩ `গুণ । `= (৪ xx ১০০)/(৩ xx ১০০) = (৪০০)/৩ %` `= ১৩৩ ১/৩% ` (উত্তর) গ. দেওয়া আছে, রাশি দুইটির যোগফল ২১০ ’ক’ হতে প্রাপ্ত অনুপাত = ৩ + ৪ = ৭ :. প্রথম রাশি = ২১০ এর `৩/৭ `অংশ `= ২১০ xx ৩/৭ = ৯০` এবং দ্বিতীয় রাশি = ২১০ এর` ৪/৭ `অংশ `= ২১০ xx ৪/৭ = ১২০` (উত্তর) 

+ Report
Total Preview: 1306
akti rashi opar akti rashir ৭৫% . ka. rashi duitir onupat ber kar . ২ kh. prapat onupattike bashot onupate likh abong onupattir uttr uttr rashi paূrobo rashir shotkra koto ongsho ? ৪ ga. rashi duiুtr jogphol ২১০ hole, rashi duiti nirony kar . ৪
Copyright © 2024. Powered by Intellect Software Ltd