Question:ইউসুফ সাহেব তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার
জন্য খরচ করেন। বাড়িভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তিনি মাসে ১২০০০ টাকা খরচ করেন ।
ক. ৬০% কে সাধারণ অনুপাতে প্রকাশ কর ।
খ. ইউসুফ সাহেবের মাসিক আয় কত ?
গ. ইউসুফ সাহেবের মাসিক আয় বেড়ে ২০৭০০ টাকা হলে, তার মাসিক আয় শতকরা কত বেড়েছে ?
Answer ক. দেওয়া আছে,` ৬০% = ৬০ xx ১/(১০০) = (৬০)/(১০০) = ৩/৫ = ৩ : ৫ ` (উত্তর)
খ. দেওয়া আছে, ইউসুফ সাহেব তার আয়ের ৬০% বাড়িভাড়া ও ছেলেমেয়ের জন্য খরচ করেন এবং তার পরিমাণ ১২০০০ টাকা ।
:. ৬০% = ১২০০০
:. `১% =(১২০০০)/(৬০)`
:.` ১০০% = (১২০০০ xx ১০০)/(৬০) = ২০০০০`
:. ইউসুফ সাহেবের মাসিক আয় ২০০০০ টাকা (উত্তর)
গ. ইউসুফ সাহেবের মাসিক আয় বেড়ে ২০৭০০ টাকা হয়েছে ।
:. আয় বেড়েছে (২০৭০০ - ২০০০০) টাকা = ৭০০ টাকা
মাসিক আয় ও বৃদ্ধির অনুপাত `(৭০০)/(২০০০০) = ৭/(২০০)`
:. শতকরা বৃদ্ধি` (৭ xx ১০০)/(২০০)` টাকা
`= ৭/২` টাকা `= ৩ ১/২ `টাকা
:. আয় বেড়েছে` ৩ ১/২ % ` (উত্তর)