Question:রিয়াদ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে । সে তার আব্বার সাথে দোকান থেকে প্রতিটি ৫০ টাকা দরে ৫টি অঙ্ক খাতা এবং প্রতিটি ১০ টাকা দরে বলপেন ক্রয় করলো । আবার ৫ টাকা দিয়ে একটি ইরেজারও ক্রয় করলো । নিচের প্রশ্নের উত্তর দাও : ক. প্রতিটি খাতার অনুপাত ও প্রতিটি বলপেনের মূল্যের অনুপাত বের কর ? খ. মোট খাতার মূল্য ও মোট বলপেনের মূল্যের অনুপাত বের কর ? গ. প্রতিটি বলপেনের মূল্য প্রতিটি খাতার মূল্যের শতকরা বের কর ? ঘ. প্রতিটি ইরেজারের মূল্য প্রতিটি বলপেনের শতকরা কত ? 

Answer ক. প্রতিটি খাতার মূল্য ও প্রতিটি বলপেনের মূলের অনুপাত ` = (৫০)/(১০) = ৫/১ = ৫ : ১` উত্তর : ৫ : ১ খ. ১টি খাতার মূল্য ৫০ টাকা :. ৫টি খাতার মূল্য` (৫০ xx ৫)` টাকা = ২৫০ টাকা ১টি বলপেনের মূল্য ১০ টাকা :. ৬টি বলপেনের মূল্য `(১০ xx ৬) `টাকা = ৬০ টাকা মোট খাতার মূল্য ও মোট বলপেনের মূল্যের অনুপাত `= (২৫০)/(৬০) = (২৫)/৬ = ২৫ : ৬` উত্তর : ২৫ : ৬ । গ. প্রতিটি বলপেনের মূল্য ও প্রতিটি খাতার মূল্যের অনুপাত `= (১০)/(৫০) = ১/৫` :. প্রতিটি বলপেনের মূ্ল্য প্রতিটি খাতার মূল্যের শতকরা `(১ xx ১০০)/৫ `টাকা = ২০ টাকা উত্তর : ২০% । ঘ. প্রতিটি ইরেজারের মূল্য ও প্রতিটি বলপেনের মূল্যের শতকরা `(১ xx ১০০)/২ = ৫০` টাকা উত্তর : ৫০% । 

+ Report
Total Preview: 1106
riyad৬shth sranite paড়ে . she tar abobar shathe dokan theke protiti ৫০ taka dore ৫ti onko khata abong protiti ১০ taka dore bolpen cry karolo . abar ৫ taka diye akti irejaroo cry karolo . nicher proshoner uttr dao : ka. protiti khatar onupat o protiti bolpener muljer onupat ber kar ? kh. mot khatar muljo mot bolpener muljer onupat ber kar ? ga. protiti bolpener muljprotiti khatar muljer shotkra ber kar ? gh. protiti irejarer muljprotiti bolpener shotkra koto ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd