Question:ভাটিয়ারি সেনাবাহিনী দূর্গে ১৫০০ জন সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে । ১৫ দিন পর কিন্তু সৈনিক রামগড় চলে গেল । অবশিষ্ট সৈনিকের বাকি খাদ্যে ৩০ দিন চলল । ক. ১৫ দিন পর বাকি সময় কত এবং মোট সময়ের সাথে অনুপাত নির্ণয় কর । খ. কতজন সৈনিক রামগড় চলে গিয়েছিল ? গ. রামগড় দূর্গের সৈন্যদের জন্য ১১ দিনের খাদ্য আছে । ২ দিন পর ঐ দূর্গে আরও ৩০ জন সৈন্য আসলে বাকি খাদ্যে কত দিন চলবে ? 

Answer ক. ১৫ দিন বাকি সময় (৪০ - ১৫) দিন = ২৫ দিন :. মোট সময় : বাকি সময় = ৪০ : ২৫ `= ৪০/২৫` `= ৮/৫` [৫ দ্বারা ভাগ করে] = ৮ : ৫ (উত্তর) খ. ‘ক’ হতে প্রাপ্ত বাকি সময় = ২৫ দিন অবশিষ্ট খাদ্যে ২৫ দিন চলে ১৫০০ জনের সৈন্যের :. ,, ,, ১ ,, ,, `১৫০০ xx ২৫` ,, :. ,, ,, ৩০ ,, ,, ` (১৫০০ xx ২৫)/(৩০)` ,, = ১২৫০ জন সৈন্যের :. রামগড় চলে গিয়েছিল (১৫০০ - ১২৫০) জন = ২৫০ জন (উত্তর) গ. রামগড় দূর্গে সৈন্য সংখ্যা ২৫০ জন [‘খ’ হতে ] ২ দিন পর সময় বাকি থাকে (১১ - ২) দিন = ৯ দিন এবং আরও ৩০ জন আসলে সৈন্য সংখ্যা (২৫০ + ৩০) জন = ২৮০ জন অবশিষ্ট খাদ্যে ২৫০ জনের চলে ৯ দিন :. ,, ,, ১ ,, ,, `৯ xx ১০০` ,, :. ,, ,, ২৮০ ,, ,, `(৯ xx ২৫০)/(২৮০)` ,, `= (২২৫)/(২৮)` দিন `= ৮ ১/(২৮)` দিন (উত্তর) 

+ Report
Total Preview: 1502
vatiyari shenabahine doূroge ১৫০০ jon shoৈniker ৪০ diner khadojmojudache . ১৫ din par kintu shoৈnik ramogড় chle gel . oboshisht shoৈniker baki khadoje ৩০ din chll . ka. ১৫ din par baki shomoy koto abong mot shomoyer shathe onupat nirony kar . kh. kotojon shoৈnik ramogড় chle giyechil ? ga. ramogড় doূroger shoৈnnoder janno ১১ diner khadojache . ২ din par ঐ doূroge aroo ৩০ jon shoৈnno ashole baki khadoje koto din chlbe ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd