Question:তানভীর ও সাব্বিরের বার্ষিক পরিক্ষায় যথাক্রমে ৮০% ও ৮৫% নাম্বার পেয়েছে । তানভীর তৃনার চেয়ে ১৫% নাম্বার কম পায় । ক. তৃনা শতকরা কত নম্বর পেয়েছে ? খ. পরীক্ষার মোট নম্বর ৯০০ হলে সাব্বির ও তৃনা কত নম্বর করে পেয়েছে ? গ. তানভীরের চেয়ে তৃনা কত নম্বর বেশি পেয়েছে ?
Answer ক. তৃনা নম্বর পেয়েছে শতকরা = (৮০ + ১৫)% = ৯৫% খ. মোট নম্বর = ৯০০ :. সাব্বির নম্বর পেয়েছে = ৯০০ এর ৮৫% `= ৯০০ xx (৮৫)/(১০০) = ৭৬৫` এবং তৃনা নম্বর পেয়েছে = ৯০০ এর ৯৫% `= ৯০০ xx (৯৫)/(১০০) = ৮৫৫` উত্তর : ৭৬৫ নম্বর, ৮৫৫ নম্বর । গ. তানভীর নম্বর পেয়েছে = ৯০০ এর ৮০% ` = ৯০০ xx (৮০)/(১০০) = ৭২০` ‘খ’ হতে প্রাপ্ত তৃনা নম্বর পেয়েছে = ৮৫৫ :. তানভীরের চেয়ে তৃনা বেশি পেয়েছে = (৮৫৫ - ৭২০) নম্বর = ১৩৫ নম্বর উত্তর : ১৩৫ নম্বর ।
+ Report
tanbhীr o shabobirer baroshik parikhay jothacrme ৮০% o ৮৫% nambar peyeche . tanbhীr trinar cheye ১৫% nambar kamo pay . ka. trina shotkra koto nlmr peyeche ? kh. parikhar mot nlmr ৯০০ hole shabobir o trina koto nlmr kare peyeche ? ga. tanbhীrer cheye trina koto nlmr beshi peyeche ?