Question:একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ রয়েছে । গুদামের মালিক ২০ টাকা কেজি দরে ৮০% চাল বিক্রয় করেন । ক. ৮০% কে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর । খ. মালিক কত কেজি চাল বিক্রয় করেন এবং মোট বিক্রয়মূল্য কত ? গ. বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে, মোট বিক্রয়কৃত চালের পরিমাণ কত ? 

Answer ক. এখানে ৮০% `= (৮০)/(১০০) ` ` = ৪/৫` [২০ দ্বারা ভাগ করে ] = ৪ : ৫ আবার ৮০% = ৪ : ৫ `= ৪/৫` = ০.৮ (উত্তর) খ. মোট বিক্রয়কৃত চালের পরিমাণ = ৪০০কেজির ৮০% ` = ৪০০ (৮০)/(১০০)` কেজি = ৩২০ কেজি আবার প্রতি কেজি চালের বিক্রয়মূল্য ২০ টাকা :. ৩২০ কেজি চালের বিক্রয়মূল্য`(৩২০ xx ২০)` টাকা = ৬৪০০ টাকা (উত্তর) গ. ‘খ’ হতে প্রাপ্ত, চালের বিক্রয়মূল্য ৬৪০০ টাকা বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে মোট বিক্রয়মূল্য ৬৪০০ টাকায় চালের পরিমাণ ৩২০ কেজি :. ১ ,, ,, ,, ` (৩২০)/(৬৪০০) ` ,, :. ৭০০০ ,, ,, ,, ` (৩২০ xx ৭০০০)/(৬৪০০) ` ,, = ৩৫০ কেজি (উত্তর) 

+ Report
Total Preview: 1272
akti chaler gudame ৪০০ kegi chal mojudroyeche . gudamer malik ২০ taka kegi dore ৮০% chal bicry karen . ka. ৮০% ke onupat o doshomik bhgnangshe prokasho kar . kh. malik koto kegi chal bicry karen abong mot bicryomuljkoto ? ga. bicryomulj৬০০ taka beshi hole, mot bicryokrit chaler pariman koto ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd