1. Question:7. (খ) এক হালি কলার দাম x টাকা হলে, (i) 5 হালি কলার দাম কত ? (ii) 12টি কলার দাম কত ? 

    Answer
    (i) 5 হালি কলার দাম 5x (Ans)
    
    (ii) এক হালি কলার দাম x টাকা
    
        অর্থাৎ 4টি কলার দাম x টাকা
    
       :. 1টি কলার দাম `x/4`টাকা
    
       :. 12 টি কলার দাম  `(12x)4` টাকা
    
        বা  3x টাকা।   (Ans)

    1. Report
  2. Question:`2x + 3y :- 4x - 5x xx 8y, 3x + 5y`দুইটি বীজগাণিতীক রাশি। ক. ২য় রাশির পদগুলো সহগের যোগফল কত ? ২ খ.১ম রাশির এর সহগকে এর সহগ দ্বারা গুণ কর। ২ গ. একটি গরুর দাম টাকা এবং একটি ছাগলের দাম টাকা হলে, ২য় রাশি দ্বারা কী বোঝায় ? অনুশীলনী-৪.১ ৪ 

    Answer
    ক. দেওয়া আছে,
    
       ২য় রাশি = 3x + 5y
    
       ২য় রাশি ১ম পদ = 3x `= 3 xx x` :. x এর সহগ 3
    
       এবং ২য় পদ = 5y `= 5 xx y` এর সহগ 5
    
       এখন, সহগগুলোর যোগফল = 3 + 5 = 8 (Ans)
    
    
    
    খ. দেওয়া আছে,
    
        ১ম রাশি`= 2x + 3y :- 4x - 5x xx 8y`
    
               ` = 2x + 3y xx 1/(4x) - 5 xx 8 xx x xx y`
    
                `= 2x + 3/4 y/x - 40xy`
    
        এখানে x এর সহগ = 2 এবং xy এর সহগ = -40
    
       :. সহগদ্বয়ের গুণফল `= 2 xx (- 40) = - 80` (Ans)
    
    
    গ. 1 টি গুরুর দাম x টাকা
    
        3 টি    ,,      ,,       ,,`(3 xx x) `,, = 3x  টাকা
    
        1 টি ছাগলের দাম y টাকা
    
       :.    5      ,,              ,,  `(5 xx y)` = 5y টাকা
    
       সুতরাং ২য় রাশি 3x + 5y দ্বারা 3 টি গুরু ও 5 টি ছাগলের দামের যোগফল বোঝায়। (Ans)

    1. Report
  3. Question:a, b ও c তিনটি বীজগণিতীয় রাশি। ক. a এর সাথে b যোগ কর। ২ খ. প্রাপ্ত যোগফল থেকে c বিয়োগ কর। ২ গ. খ হতে প্রাপ্ত রাশির চলকগুলোর সহগ ‍নির্ণয় কর এবং প্রাপ্ত রাশিটি কী ধরণের ও কয়টি পদ রয়েছে বের কর। ৪ 

    Answer
    ক.  a এর সাথে b যোগ = a + b (Ans)
    
                      
     খ.   ’ক’ হতে, প্রাপ্ত যোগফল = a + b
    
           প্রাপ্ত যোগফল থেকে c বিয়োগ করে পাই,
    
           :. বিয়োগফল = a + b - c (Ans)
    
    
    
    গ. ’খ’ হতে প্রাপ্ত ফলাফল = a + b - c
    
        এখানে,` a = 1 xx a` :. a এর সহগ 1
    
        `b = 1 xx b` :. b এর সহগ 1
    
         `-c = - 1 xx c` :. c এর সহগ - 1
    
          a + b - c রাশিটি ত্রিপদী এবং রাশিটিতে a, b, c তিনটি পদ রয়েছে।
    
          :. সহগ 1, 1, - 1; a + b  রাশিটি ত্রিপদী এবং
    
          রাশিটিতে a, b, c তিনটি পদ রয়েছে। (Ans)

    1. Report
  4. Question:+, -,x,` :-` চিহেৃর সাহায্যে লেখ। ক. x এর দ্বিগুণের সাথে y এর তিন গুণ যোগ কর। খ. ’ক’ হতে প্রাপ্ত ফলাফল থেকে z এর চারগুণ বিয়োগ কর। গ. ’খ’ এর প্রাপ্ত ফলাফলকে 4 দ্বারা গুণ কর। 4 

    Answer
    ক. x এর দ্বিগুণ `= 2 xx x = 2x`
    
                 y এর তিন গুণ `3 xx y` = 3y
    
                 :. = 2x + 3y (Ans)
    
    
     খ. ’ক’ এর প্রাপ্ত ফলাফল  = 2x + 3y
    
              :. z এর চার গুণ  `= 4 xx z = 4z`
    
              :. বিয়োগফল `= 2x + 3y - 4z`     (Ans)
    
    
     
      গ. ’খ’ এর প্রাপ্ত ফলাফল = 2x + 3y - 4z
    
            রাশিটিকে 4 দ্বারা গুণ করে পাই, `(2x + 3y - 4z) xx 4`
    
           `= 2x xx 4 + 3y xx 4 - 4z xx 4`
    
            `= 8x + 12y - 16z` (Ans)

    1. Report
  5. Question:`x/3 + y/2 - z/5`একটি বীজগণিতীয় রাশি। ক. x, y এবং z এর সহগ বের কর। খ. x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে যোগ কর। গ. ’খ’ হতে প্রাপ্ত ফলাফল থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ কর এবং পদ নির্ণয় কর। 

    Answer
    ক. `x/3 = 1/3 xx x`
    
                :. x এর সহগ`1/3`
    
               `y/2 = 1/2 xx y`
    
                :. y এর সহগ `1/2`
    
               `(-z)/5 = (-1)/5 xx z`
    
               :. z এর সহগ `(-1)/5`
     
              `1/3, 1/2 x (-1)/5` (Ans)
    
    
    
      খ.  x কে 3 দ্বারা ভাগ করলে হয় 
    
         `= x :- 3 = x xx 1/3 = x/3`
    
          y কে 2 দ্বারা ভাগ করলে হয়
    
         `= y :- 2 = y xx 1/2 = y/2`
    
         :.  যোগফল `= x/3 + y/2` (Ans) 
    
    
     গ.  ` = x/3 + y/2`
    
             :. z কে 5 দ্বারা ভাগ করলে হয়
    
            `= z :- 5 = z xx 1/5 = z/5`
    
            এখন খ এর প্রাপ্ত ফলাফল থেকে `z/5` বিয়োগ করে পাই,
    
            `x/3 + y/2 - z/5`
    
            এখানে, পদ আছে তিনটি ` x/3, y/2, z/5`
    
            বিয়োগফল `= x/3 + y/2 - z/5`
    
            এবং পদ সংখ্যা `x/3, y/2, z/5` (Ans)

    1. Report
  6. Question:একটি গরুর দাম a টাকা একটি খাসির দাম b টাকা এবং একটি মুরগির দাম c টাকা। ক. দশটি গরুর দাম কত ? 2 খ. দশটি গরু পাঁচটি খাসি এবং তিনটি মুরগির মোট দাম কত ? 2 গ. 17 টি খসির দাম ও টি মুরগির দামের যোগফল থেকে 25 টি গরুর দাম বিয়োগ কর। 4 

    Answer
    ক. দেওয়া আছে, টি গরুর দাম টাকা
    
        :.  10 ,,      ,,            ,, `(a xx 10)` ,,
    
                                     = 10a টাকা  (Ans)
    
    খ. ‘ক’ থেকে প্রাপ্ত ফলাফল 10 টি গরুর দাম 10a টাকা
    
        এখানে 1 টি খাসির দাম b টাকা
    
         :. 5  ,,     ,,     ,,  `(b xx 5)`,, = 5b টাকা
    
         এবং 1 টি মুগির দাম c টাকা
    
          :. 3 ,,    ,,     ,,   `(c xx 3)`,, = 3c টাকা
    
          :. দশটি গরু, পাঁচটি খাসি এবং তিনটি মুরগির মোট দাম
    
                = (10a + 5b + 3c) টাকা (Ans)
    
    
    গ. 1 টি খাসির দাম b টাকা
    
        :. 17 টি ,,     ,, `(b xx 17)`,,     
    
                         = 17b  টাকা
    
        1 টি মুরগির দাম c টাকা
    
        :. 25 টি ,,     ,,     ,,` (c xx 25)`,, 
    
                    = 25c টাকা
    
       1 টি গরুর দাম a টাকা
    
        :. 2 টি ,,     ,,   `(a xx 2)`,,
    
                    = 2a টাকা
    
       :. বিয়োগফল   = {(17b + 25c) - 2a} টাকা
    
                        = (17b + 25c - 2a) টাকা  (Ans)

    1. Report
  7. Question:`5x + 6y :- 2 + 4 xx 2y + z` একটি বীজগণিতীয় রাশি। ক. রাশিটির পদগুলো লেখ। ২ খ. রাশিটির সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় কর। ২ গ. x, y x z যথাক্রমে একটি রাবার, পেন্সিল ও খাতার মূল্য হলে উদ্দীপকের রাশিটি ব্যাখ্যা কর। ৪ 

    Answer
    ক. এখানে,
    
            বীজগাণিতীক রাশিটিতে 4 টি পদ আছে।
    
            পদগুলো হলো, `5x, 6y :- 2, 4 xx 2y, z`  (Ans)
    
    
    
    খ. বীজগাণিতিক রাশিটি ` 5x + 6y :- 2 + 4 xx 2y + z`
     
                             `= 5x + (6y :- 2) + (4 xx 2y) + z`
    
                             `= 5x + 3y + 8y + z`
    
                             `= 5x + 11y + z`
    
                       :. রাশিটি 5x + 11y + z এখানে, x এর সহগ 5, y এর সহগ 11 এবং z এর সহগ 1
    
                       :. রাশিটির সাংখ্যিক সহগগুলোর যোগফল = (5 + 11 + 1)
    
                                                                     = 17 (Ans)
    
    
    
    গ. ‘খ’ হতে রাশিটি 5x + 11y + z
    
              একটি রাবারের মূল্যূ x টাকা হলে 5 টি রাবারের মূল্য 5x টাকা ।
    
              একটি পেন্সিলের মূল্য y টাকা হলে 11 টি পেন্সিলের মূল্য 11y টাকা, 
    
              একটি খাতার মূল্য z টাকা
    
              সুতরাং বীজগাণিতীক রাশিটি অনুসারে 5 টি রাবারের মূল্য 11 টি পেন্সিলের মূল্য এবং 
    
              1 টি খাতার মূল্যের যোগফল, উদ্দীপকের রাশিটিকে নির্দেশ করে  (Ans)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd