Question:একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সে.মি.। ক্ষেত্রটির বাইরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

Answer দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার এবং ,, প্রস্থ = ৩২ মি. ৮০ সে.মি = ৩২ মি. + `(৮০)/(১০০)` মি. [:.১০০ সে.মি = ১ মি.] = ৩২ মিটার + ০.৮০ মিটার = ৩২.৮০ মিটার :. আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য` xx` প্রস্থ = ৪৮ মিটার` xx ৩২.৮০` মিটার = ১৫৭৪.৪০ বর্গ মিটার :. রাস্তাসহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য =` (৪৮ + ৩ xx ২)` মিটার = (৪৮ + ৬) মিটার = ৫৪ মিটার :. রাস্তাসহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ = `(৩২.৮০ + ৩ xx ২)` মিটার = (৩২.৮০ + ৬) মিটার = ৩৮.৮০ মিটার :. রাস্তাসহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ৫৪ মিটার`xx ৩৮.৮০` মিটার = ২০৯৫.২০ বর্গ মিটার :. রাস্তাটির ক্ষেত্রফল = (২০৯৫.২০ - ১৫৭৪.৪০) বর্গ মিটার = ৫২০.৮০ বর্গ মিটার = ৫২০.৮ বর্গ মিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ৫২০.৮ বর্গ মিটার। উত্তর: ৫২০.৮ বর্গমিটার। 

+ Report
Total Preview: 3253
akti ayotkar kkhetrer doirgho ৪৮ mitar abong proshotho ৩২ mitar ৮০ she.mi.. kkhetrotir baire charodike ৩ mitar bishotrit akti ratha ache. rathatir kkhetrophol koto?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd