Question:একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

Answer দেওয়া আছে, বর্গাকার ক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য = ৩০০ মিটার :. বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল =` ৩০০^2` বর্গ মিটার = ৯০০০০ বর্গ মিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। :. রাস্তাসহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য =` (৩০০ + ৪ xx ২)` মিটার = (৩০০ + ৮) মিটার = ৩০৮ মিটার :. রাস্তাসহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল =` ৩০৮^2` বর্গ মিটার = ৯৪৮৬৪ বর্গ মিটার :. রাস্তার ক্ষেত্রফল = (৯৪৮৬৪ - ৯০০০০) বর্গ মি. = ৪৮৬৪ বর্গ মিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল ৪৮৬৪ বর্গ মিটার। উত্তর: ৪৮৬৪ বর্গ মিটার। 

+ Report
Total Preview: 5486
akti borogakar kkhetrer ak bahur doirgho ৩০০ mitar abong baire charodike ৪ mitar choড়a akti ratha ache. rathatir kkhetrophol koto?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd