Question:৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ঐ পথ বাঁধানোর খরচ কত? 

Answer দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার এবং বাগানের প্রস্থ ৬০ মিটার :. বাগানের ক্ষেত্রফল = `(৮০ xx ৬০)` বর্গমিটার = ৪৮০০ বর্গমিটার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্থ একটি রাস্তা আছে। :. রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = `(৮০ - ৪ xx ২)` মি. = (৮০ - ৮) মিটার = ৭২ মিটার রাস্তা বাদে বাগানের প্রস্থ = `(৬০ - ৪ xx ২)` মি. = (৬০ - ৮) মিটার = ৫২ মিটার :. রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = `(৭২ xx ৫২)` বর্গমিটার = ৩৭৪৪ বর্গমিটার :. রাস্তার ক্ষেত্রফল = (৪৮০০ - ৩৭৪৪) ব.মি. = ১০৫৬ বর্গমিটার। প্রতি বর্গমিটার পথ বাঁধানো খরচ হয় ৭.২৫ টাকা :. ১০৫৬ বর্গমিটার পথ বাঁধানো খরচ হয় `(১০৫৬ xx ৭.২৫)`’’ টাকা = ৭৬৫৬ টাকা। :. পথটি বাঁধানো খরচ হয় ৭৬৫৬ টাকা। উত্তর: ৭৬৫৬ টাকা। 

+ Report
Total Preview: 5886
৮০ mitar doirgho o ৬০ mitar proshotho bishisht akti ayotkar baganer vetr charodike ৪ mitar proshoshotho akti patho ache. proti borogmitar ৭.২৫ taka dore ঐ patho baঁdhanor khroch koto?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd