Answer মনে করি, বর্গাকৃতি চেীবাচ্চাটির তলার এক বাহুর দৈর্ঘ্য a সে.মি
:. বর্গাকৃতি চেীবাচ্চাটির তলার ক্ষেত্রফল `a^2` বর্গ সে.মি
দেওয়া আছে, চেীবাচ্চাটির গভীরতা ২.৫ মিটার
= `(২.৫ xx ১০০)` সে.মি
= ২৫০ সে.মি
:. চেীবাচ্চাটির ভিতরের আয়তন = `(২৫০ xx a^২ )`
ঘন সে.মি = ২৫০ ঘন সে.মি
আবার চেীবাচ্চাটিতে পানি ধরে ২৮৯০০ লিটার
সুতরাং চেীবাচ্চার ভিতরের আয়তন
= `(২৮৯০০ xx ১০০০)` ঘন সে.মি
[১ লিটার = ১০০০ ঘন সে.মি]
= ২৮৯০০০০০ ঘন সে.মি
শর্তমতে, `২৫০a^২`= ২৮৯০০০০০
বা, `a^২ = (২৮৯০০০০০)/(২৫০)`
বা, `a^২ = ১১৫৬০০`
বা, a =` sqrt(১১৫৬০০)`
:. a = ৩৪০
:. বর্গাকার চেীবাচ্চার ভিতরের প্রতিটি তলের বাহুর
দৈর্ঘ্য = ৩৪০ সে.মি
=` (৩৪০)/(১০০)` মিটার = ৩.৪ মিটার
:. চেীবাচ্চাটির তলার ক্ষেত্রফল = (৩.৪) বর্গমিটার
= ১১.৫৬ বর্গমিটার
এবং চেীবাচ্চার পাশের প্রতিটি তলের ক্ষেত্রফল
=` (৩.৪ xx ২.৫)` বর্গমিটার
= ৮.৫ বর্গমিটার
সুতরাং চেীবাচ্চার ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল
= `(১১.৫৬ + ৪ xx ৮.৫)` বর্গমিটার
= ৪৫.৫৬ বর্গমিটার
প্রতি বর্গমিটার সীমার পাত লাগাতে খরচ হয় ১২.৫০ টাকা
:. ৪৫.৫৬ বর্গমিটার সীমার পাত লাগাতে খরচ হয় `(১২.৫০ xx ৪৫.৫৬)` টাকা
= ৫৬৯.৫০ টাকা।
:. চেীবাচ্চাটির ভিতরের সীসার পাত লাগাতে খরচ হয় ৫৬৯.৫০ টাকা।
উত্তর: ৫৬৯.৫০ টাকা।