Question:একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া। ৪ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পৃন্ন ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ২৭.৫০ টাকা হলে, মোট খরচ কত হবে?
Answer দেওয়া আছে, ঘরের মেঝের দৈর্ঘ্য ২৬ মিটার এবং ঘরের মেঝের ক্ষেত্রফল = দৈর্ঘ্য `xx` প্রস্থ =` (২৬ xx ২০)` বর্গমিটার = ৫২০ বর্গমিটার। আবার, প্রতিটি মাদুরের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রতিটি মাদুরের প্রস্থ ২.৫ মিটার :. প্রতিটি মাদুরের ক্ষেত্রফল `(৪ xx ২.৫)` বর্গমিটার = ১০ বর্গমিটার। :. ঘরের মেঝে ঢাকাতে মাদুর লাগবে `(৫২০)/(১০)` টি। = ৫২ টি। প্রতিটি মাদুরের দাম ২৭.৫০ টাকা। :. ৫২টি মাদুরের দাম `(২৭.৫০ xx ৫২)` টাকা = ১৪৩০ টাকা। :. মাদুর লাগবে ৫২টি এবং খরচ হবে ১৪৩০ টাকা। উত্তর: ৫২টি এবং ১৪৩০ টাকা।
+ Report
akti ghrer meঝে ২৬ mitar lmba o ২০ mitar choড়a. ৪ mitar lmba o ২.৫ mitar choড়a kayoti madur diye meঝেti shomoprinno ঢaka jabe? protiti madurer damo ২৭.৫০ taka hole, mot khroch koto hobe?