Question:একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে?
Answer দেওয়া আছে,
পুকুরের দৈর্ঘ্য = ৩২ মিটার।
পুকুরের প্রস্থ = ২০ মিটার।
এবং পানির গভীরতা = ৩ মিটার
:. পুকুরের আয়তন =`(৩২ xx ২০ xx ৩)` ঘন মিটার
= ১৯২০ ঘন মিটার
সুতরাং পুকুরের পানির আয়তন ১৯২০ মিটার
আবার, ০.১ ঘন মিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড
:. ১ ঘন মিটার পানি সেচতে সময় লাগে` ১/(০.১)` সেকেন্ড
:. ১৯২০ ঘন মিটার পানি সেচতে সময় লাগে `(১ xx ১৯২০)/(০.১)`
= ১৯২০০ সেকেন্ড
= `(১৯২০০)/(৬০)` মিনিট
= ৩২০ মিনিট
[:. ১ ঘন্টা = ৬০ মিনিট = ৫ ঘন্টা ২০ মিনিট]
পুকুরটি পানি শূন্য করতে সময় লাগে ৫ ঘন্টা ২০ মিনিট।
উত্তর: ৫ ঘন্টা ২০ মিনিট।