Question:একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি। বইটির পৃষ্টা সংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি.মি হলে বইটির আয়তন নির্ণয় কর।
Answer দেওয়া আছে, বইয়ের দৈর্ঘ্য = ২৫ সে.মি বইয়ের প্রস্থ = ১৮ সে.মি বইটির পৃষ্টা সংখ্যা = ২০০ :. বইটির পাতার সংখ্যা = `(২০০)/২` = ১০০ প্রতিটি পাতার গুরুত্ব = ০. ১ মি.মি = `(০.১)/(১০)` সে.মি [:. ১০ মি.মি = ১ সে.মি] = ০.০১ সে.মি :. বইয়ের পুরুত্ব =` ০.১ xx ১০০` মি.মি = ১ সে.মি :. বইয়ের আয়তন = দৈর্ঘ্য `xx` প্রস্থ `xx` গুরুত্ব = ২৫ সে.মি `xx` ১৮ সে.মি `xx` ১ সে.মি = ৪৫০ ঘন সে.মি. :. বইয়ের আয়তন ৪৫০ ঘন সে.মি। উত্তর: ৪৫০ ঘন সে.মি।
+ Report
akti boiyer doirgho ২৫ she.mi. o proshotho ১৮ she.mi. boitir prishta shongkha ২০০ abong proti pata kagjer purutto ০.১ mi.mi hole boitir ayotn nirony karo.