Question:একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? 

Answer দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য = ৩২ মিটার। পুকুরের প্রস্থ = ২০ মিটার। এবং পানির গভীরতা = ৩ মিটার :. পুকুরের আয়তন =`(৩২ xx ২০ xx ৩)` ঘন মিটার = ১৯২০ ঘন মিটার সুতরাং পুকুরের পানির আয়তন ১৯২০ মিটার আবার, ০.১ ঘন মিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড :. ১ ঘন মিটার পানি সেচতে সময় লাগে` ১/(০.১)` সেকেন্ড :. ১৯২০ ঘন মিটার পানি সেচতে সময় লাগে `(১ xx ১৯২০)/(০.১)` = ১৯২০০ সেকেন্ড = `(১৯২০০)/(৬০)` মিনিট = ৩২০ মিনিট [:. ১ ঘন্টা = ৬০ মিনিট = ৫ ঘন্টা ২০ মিনিট] পুকুরটি পানি শূন্য করতে সময় লাগে ৫ ঘন্টা ২০ মিনিট। উত্তর: ৫ ঘন্টা ২০ মিনিট। 

+ Report
Total Preview: 5759
akti pukurer doirgho ৩২ mitaro, proshotho ২০ mitar abong pukurer panir gabhীrota ৩ mitaro. akti meshin dara pukuroti pani shunno kara hocche ja proti shekendoে ০.১ ghnmitar pani shechte pare. pukuroti pani shunno karote koto shomoy lagbe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd