Question:একজন ফল বিক্রেতা ৩০ টাকায় ১০টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলো। ক. ঐ ফল বিক্রেতা কমপক্ষে কতগুলো কলা ক্রয় করেছিলো? খ. তার সবগুলো কলার ক্রয়মূল্য কত টাকা ছিল? গ. তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 

Answer সমাধান: ক. এখানে, ১০, ১৫, ১২ এর ল,সা,গু = ৬০ মনে করি, ফল বিক্রেতা প্রত্যক দরের কমপক্ষে ৬০টি কলা ক্রয় করেছিল। সুতরাং কলা বিক্রেতা কমপক্ষে (৬০ + ৬০) টি বা ১২০টি কলা ক্রয় করেছিল। উত্তর: ১২০ টি। খ. প্রথম ক্ষেত্রে ১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা :. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১০)` টাকা :. ৬০টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ৬০)/(১০)` টাকা = ১৮০ টাকা দ্বিতীয় ক্ষেত্রে, ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা :. ১টি কলার ক্রয়মূল্য `(৩০)/(১৫)` টাকা :. ৬০টি কলার ক্রয়মূল্য `(৩০ xx ৬০)/(১৫)` টাকা = ১২০ টাকা :. (৬০ + ৬০) টি বা ১২০ টি কলার ক্রয়মূল্য (১৮০ + ১২০) টাকা বা ৩০০ টাকা। :. সবগুলো কলার ক্রয়মূল্য ৩০০ টাকা ছিল। গ. ‘খ’ অংশ থেকে পাই, সবগুলো কলার ক্রয়মূল্য ৩০০ টাকা আবার, ১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা :. ১টি কলার বিক্রয়মূল্য `(৩০)/(১২)` টাকা :. ১২০ টি কলার বিক্রয়মূল্য `(৩০ xx ১২০)/(১২)` টাকা = ৩০০ টাকা যেহেতু, বিক্রয়মূল্য ক্রয়মূল্যের সমান। সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হলো না। 

+ Report
Total Preview: 517
akjon phol bikreta ৩০ takay ১০ti dore shoman shongkhjok kala cry kare shobogulo kala ৩০ takay ১২ti dore bicry karolo. ka. ঐ phol bikreta kamopakkhe kotogulo kala cry karechilo? kh. tar shobogulo kalar cryomuljkoto taka chil? ga. tar shotkra koto labh ba khti holo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd