Question:এক ব্যক্তি ১৫ টাকা ডজন দরে কিছু কলা এবং ১০ টাকা ডজন দরে সমান সংখ্যক কলা ক্রয় করে ১৪ টাকা ডজন দরে সব কলা বিক্রয় করল। ক. গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত? খ. শতকরা কত লাভ হবে? গ. ২০% লাভ করতে হলে প্রতিটি কলা কত টাকা দরে বিক্রয় করতে হবে? 

Answer ক. ১ম ডজন কলার ক্রয়মূল্য = ১৫ টাকা এবং ২য় ডজন কলার ক্রয়মূল্য = ১০ টাকা মোট ২য় ডজন কলার ক্রয়মূল্য = (১৫ + ১০) টাকা = ২৫ টাকা :. গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য `(২৫)/২` টাকা = ১২.৫০ টাকা উত্তর: ১২.৫০ টাকা খ. ‘ক’ হতে পাই উভয় প্রকারের, ২ ডজন কলার ক্রয়মূল্য = ২৫ টাকা আবার, উভয় প্রকারের ১ ডজন কলার বিক্রয়মূল্য = ১৪ টাকা :. ২ ,, ,, `(১৪ xx ২)` টাকা = ২৮ টাকা সুতরাং লাভ = (২৮ - ২৫) টাকা = ৩ টাকা প্রশ্নমতে, ২৫ টাকায় লাভ হয় ৩ টাকা :. ১ টাকায় লাভ হয় `৩/(২৫)` টাকা :. ১০০ টাকায় লাভ হয় `(৩ xx ১০০)/(২৫)` টাকা = ১২ টাকা উত্তর: ১২ % গ. ‘ক’ হতে পাই, উভয় প্রকারের গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য = ১২.৫০ টাকা আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা সুতরাং ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা :. ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য `(১২০)/(১০০)` টাকা :. ক্রয়মূল্য ১২.৫০ টাকা হলে বিক্রয়মূল্য `(১২০ xx ১২.৫০)/(১০০)` টাকা = ১৫ টাকা প্রশ্নমতে, ২০% লাভ করতে হলে, :. ১ ডজন বা ১২টি কলা বিক্রয় করতে হবে ১৫ টাকায় :. ১টি কলা বিক্রয় করতে হবে `(১৫)/(১২)` টাকায় = ১.২৫ টাকায় উত্তর: ১.২৫ টাকা। 

+ Report
Total Preview: 1926
ak bakti ১৫ taka ডjon dore kichu kala abong ১০ taka ডjon dore shoman shongkhjok kala cry kare ১৪ taka ডjon dore shobo kala bicry karol. ka. gaড়ে proti ডjon kalar cryomuljkoto? kh. shotkra koto labh hobe? ga. ২০% labh karote hole protiti kala koto taka dore bicry karote hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd