Question:কোনো আসল ৫ বছরের মুনাফা আসলে ৫০০ টাকা এবং ৩ বছরে মুনাফা আসলে ৪৫০ টাকা হয়। ক. ২ বছরের মুনাফা কত? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে? 

Answer ক. এখানে, আসল + ৫ বছরের মুনাফা = ৫০০ টাকা এবং আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০ টাকা ------------------------------------------------ (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ৫০ টাকা উত্তর: ৫০ টাকা। খ. এখানে, প্রদত্ত আসলের ২ বছরের মুনাফা = ৫০ টাকা :. ১ বছরের মুনাফা `(৫০)/২` টাকা :. ৩ বছরের মুনাফা `(৫০ xx ৩)/২` টাকা = ৭৫ টাকা কিন্তু আসল + ৩ বছরের মুনাফা = ৪৫০ টাকা সুতরাং আসল = (৪৫০ - ৭৫) টাকা = ৩৭৫ টাকা আমরা জানি, I = prn বা, r = `I/(pn)` এখানে আসল p = ৩৭৫ টাকা মুনাফা I = ৭৫ টাকা সময় n = ৩ বছর ;. r = `(৭৫)/(৩৭৫ xx ৩)` `= ১/(১৫) = ১/(১৫) xx ১০০%` =` ৬ ২/৩ %` উত্তর: আসল ৩৭৫ টাকা এবং মুনাফা `৬ ২/৩ %`। গ. আসল p = ৩৭৫ টাকা মুনাফার হার r `= ৬ ২/৩ %` মনে করি প্রয়োজনীয় সময় n বছর। ;. n বছর পর মুনাফা আসল =` (৩৭৫ xx ২)` টাকা = ৭৫০ টাকা সুতরাং বছরের মুনাফা I = (৭৫০ - ৩৭৫) টাকা = ৩৭৫ টাকা আমরা জানি, মুনাফা, I = prn বা, n = `I/(pr)` বা, n = `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ %)` = `(৩৭৫)/(৩৭৫ xx (২০)/৩ xx ১/(১০০))` = `(১/১)/(১৫)` :. প্রয়োজনীয় সময় ১৫ বছর। উত্তর: ১৫ বছর। 

+ Report
Total Preview: 855
kono ashol ৫ bochorer munafa ashole ৫০০ taka abong ৩ bochore munafa ashole ৪৫০ taka hoyo. ka. ২ bochorer munafa koto? kh. ashol o munafar har nirony karo. ga. aki har munafay koto bochore ukto ashol munafa ashole dobigun hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd