Answer ক. সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়।
খ. এখানে, আসল p = ১৩০০০ টাকা
মুনাফা-আসল = ১৮৮৫০ টাকা
সুতরাং
মোট মুনাফা I = (১৮৮৫০ - ১৩০০০) টাকা
= ৫৮৫০ টাকা
আমরা জানি, মুনাফা I = prn
বা, r = `(৫৮৫০)/(১৩০০০ xx ৫)` টাকা
= ০.০৯ টাকা
= `০.০৯ xx ১০০% `
= ৯%
:. মুনাফার হার ৯%।
উত্তর: মুনাফার হার ৯%।
গ. ‘খ’ হতে পাই,
মুনাফার হার r = ৯% =` ৯/(১০০)`
দেওয়া আছে, মূলধন p = ২৫০০০ টাকা
সময় n = ৪ বছর
আমরা জানি,
মুনাফা, I = prn
=` ২৫০০০ xx ৯/(১০০) xx ৪` টাকা
= ৯০০০ টাকা।
সুতরাং মুনাফা আসল = (২৫০০০ + ৯০০০) টাকা
= ৩৪০০০ টাকা
উত্তর: ৩৪০০০ টাকা