Question:ওয়াসিফ ১৩০০০ হাজার টাকা বিনিয়োগ করে ৫ বছরে মুনাফা আসলে ১৮৮৫০ টাকা পেল। আরও সে ২৫০০০ টাকা ৪ বছরের জন্য বিনিয়োগ করল। ক. সরল মুনাফা কি? খ. বার্ষিক শতকরা মুনাফার হার কত? গ. ‘খ’ থেকে প্রাপ্ত মুনাফার হারে দ্বিতীয়বারের বিনিয়োগ মুনাফা আসলে কত হবে? 

Answer ক. সরল মুনাফা: প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়। খ. এখানে, আসল p = ১৩০০০ টাকা মুনাফা-আসল = ১৮৮৫০ টাকা সুতরাং মোট মুনাফা I = (১৮৮৫০ - ১৩০০০) টাকা = ৫৮৫০ টাকা আমরা জানি, মুনাফা I = prn বা, r = `(৫৮৫০)/(১৩০০০ xx ৫)` টাকা = ০.০৯ টাকা = `০.০৯ xx ১০০% ` = ৯% :. মুনাফার হার ৯%। উত্তর: মুনাফার হার ৯%। গ. ‘খ’ হতে পাই, মুনাফার হার r = ৯% =` ৯/(১০০)` দেওয়া আছে, মূলধন p = ২৫০০০ টাকা সময় n = ৪ বছর আমরা জানি, মুনাফা, I = prn =` ২৫০০০ xx ৯/(১০০) xx ৪` টাকা = ৯০০০ টাকা। সুতরাং মুনাফা আসল = (২৫০০০ + ৯০০০) টাকা = ৩৪০০০ টাকা উত্তর: ৩৪০০০ টাকা 

+ Report
Total Preview: 539
oyashipho ১৩০০০ hajar taka biniyog kare ৫ bochore munafa ashole ১৮৮৫০ taka pel. aroo she ২৫০০০ taka ৪ bochorer janno biniyog karol. ka. shorol munafa ki? kh. baroshik shotkra munafar har koto? ga. ‘kh’ theke prapat munafar hare dobitiyobarer biniyog munafa ashole koto hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd