Question:লায়লা বেগম ৩০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। কিন্তু বার্ষিক মুনাফা শতকরা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলো। ক. তিনি পূর্বের হারে কত টাকা মুনাফা পেতেন? খ. তার মুনাফা কত টাকা কমে গেল? গ. তিনি অতিরিক্ত কত টাকা জমা রাখলে ৩ বছরে পূর্বের সমান মুনাফা পাবেন? 

Answer ক. দেওয়া আছে, আসল p টাকা সময় n = ৩ বছর পূর্বের মুনাফার হার r =` ১০% = (১০)/(১০০)` আমরা জানি, I = prn :. পূর্বের হারে মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় = `৩০০০ xx (১০)/(১০০) xx ৩` টাকা = ৯০০ টাকা :. তিনি পূর্বের হারে ৯০০ টাকা মুনাফা পেতেন। খ. দেওয়া আছে, আসল p = ৩০০০ টাকা সময় n = ৩ বছর পরের মুনাফার হার `r_1`= ৮% :. পরের হারে মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় = `৩০০০ xx ৮/(১০০) xx ৩` টাকা = ৭২০ টাকা ‘ক’ অংশ হতে পাই, পূর্বের হারের মুনাফা ৯০০ টাকা :. তার মুনাফা কমে গেল (৯০০ - ৭২০) টাকা = ১৮০ টাকা উত্তর: ১৮০ টাকা গ.মনে করি, তিনি অতিরিক্ত x টাকা জমা রাখলে পূর্বের সমান মুনাফা পাবেন। :. আসল p = (৩০০০ + x) টাকা মুনাফা I = ৯০০ টাকা মুনাফার হার r = ৮% = `৮/(১০০)` সময় n = ৩ বছর আমরা জানি, I = prn অর্থাৎ মুনাফা = আসল `xx` মুনাফার হার `xx` সময় বা, `৯০০ = (৩০০০ + x) xx ৮/(১০০) xx ৩` বা, `৯০০ = (২৪ (৩০০০ + x))/(১০০)` বা, `২৪ (৩০০০ + x) = ৯০০ xx ১০০` বা, `৩০০০ + x = (৯০০ xx ১০০)/(২৪)` বা, ৩০০০ + x = ৩৭৫০ বা, x = ৩৭৫০ - ৩০০০ :. x = ৭৫০ :. অতিরিক্ত ৭৫০ টাকা জমা রাখতে হবে। উত্তর: ৭৫০ টাকা। 

+ Report
Total Preview: 1679
layola begmo ৩০০০ taka ৩ bochorer janno bojangke jama rakhlen. kintu baroshik munafa shotkra ১০ taka theke kame ৮ taka holo. ka. tini paূrober hare koto taka munafa peten? kh. tar munafa koto taka kame gel? ga. tini otirikto koto taka jama rakhle ৩ bochore paূrober shoman munafa paben?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd