Question:একই হার মুনাফার কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা। ক. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ নির্ণয় কর। খ. মূলধন ‍নির্ণয় কর। গ. দেখাও যে উভয়ক্ষেত্রে বার্ষিক মুনাফার হার একই। 

Answer ক. একই বছরান্তে চকৃবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা মূলধন ৬৭৬০ টাকা :. দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ = (৬৭৬০ - ৬৫০০) টাকা = ২৬০ টাকা উত্তর: ২৬০ টাকা খ. মনে করি, মূলধন টাকা এবং বার্ষিক মুনাফার হার :. এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন `p = (১ + r/(১০০))` টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন =` p(১ + r/(১০০))^` টাকা প্রশ্নমতে, `p (১ + r/(১০০)) = ৬৫০০` বা, `১ + r/(১০০) = (৬৫০০)/p` ...............(i) এবং `p (১ + r/(১০০))^` = ৬৭৬০ বা, `p((৬৫০০)/p)^` = ৬৭৬০ [ থেকে `(১ + r/(১০০))` এর মান বসিয়ে] বা, `p (৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০` বা, `(৬৫০০ xx ৬৫০০)/p = ৬৭৬০` বা, `p xx ৬৭৬০ = ৬৫০০ xx ৬৫০০` বা, `p = (৬৫০০ xx ৬৫০০)/(৬৭৬০)` :. p = ৬২৫০ :. মূলধন ৬২৫০ টাকা উত্তর: ৬২৫০ টাকা। 

+ ExplanationNot Moderated
+ Report
Total Preview: 3280
aki har munafar kono muldhner ak bochorantoে chcrbriddhi muldhn ৬৫০০ taka o dui bochorantoে chcrbriddhi muldhn ৬৭৬০ taka. ka. dobitiy bochorer chcrbriddhi munafar pariman nirony karo. kh. muldhn ‍nirony karo. ga. dekhao je ubhyokkhetre baroshik munafar har aki.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd