Question:একটি দ্রব্য ৯% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও ৯০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৯% লাভ হতো। দ্রব্যটির আরও ক্রয়মূল্যের সমপরিমাণ টাকা বার্ষিক ১০.৫০% মুনাফায় ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখা হলো। ক. ৯% সরল মুনাফায় ৯০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ. দ্রব্যটির ক্রয় কত টাকা? গ. চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। 

Answer ক. এখানে মূলধন, p = ৯০০ টাকা মুনাফার হার r = ৯% = `৯/(১০০)` সময় n = ৩ বছর আমরা জানি, সরল মুনাফা I = prn = `৯০০ xx ৯/(১০০) xx ৩` টাকা = ২৪৩ টাকা উত্তর: ২৪৩ টাকা খ. দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৯) টাকা বা ৯১ টাকা আবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৯% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৯) টাকা বা ১০৯ টাকা :. বিক্রয়মূল্য বেশি হয় (১০৯ - ৯১) টাকা বা ১৮ টাকা বিক্রয়মূল্য ১৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা :. বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০)/(১৮)` টাকা :. বিক্রয়মূল্য ৯০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য `(১০০ xx ৯০০)/(৯০০)` টাকা = ৫০০০ টাকা :. দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০০ টাকা। উত্তর: ৫০০০ টাকা গ. এখানে, মূল্যধন p = ৫০০০ টাকা মুনাফার হার r = `১০.৫০% = (১০.৫০)/(১০০)` সময় n = ২ বছর :. সবৃদ্ধিমূল্য C = `p(১ + r)^n` = `৫০০০ (১ + (১০.৫০)/(১০০))^২` টাকা = `৫০০০ xx ((১১০.৫০)/(১০০))^২` টাকা = `৫০০০ xx (১১.৫০)/(১০০) xx (১১.৫০)/(১০০)` টাকা = ৬১০৫.১২৫ টাকা :. চক্রবৃদ্ধি মুনাফা C - P = (৬১০৫.১২৫ - ৫০০০) টাকা = ১১০৫.১২৫ টাকা উত্তর: ১১০৫.১২৫ টাকা 

+ Report
Total Preview: 2114
akti draba ৯% khtite bicry kara holo. drabati aroo ৯০০ taka beshi mulje bicry karole ৯% labh hoto. drabatir aroo cryomuljer shomopariman taka baroshik ১০.৫০% munafay ২ bochorer janno bojangke jama rakha holo. ka. ৯% shorol munafay ৯০০ takar ৩ bochorer munafa nirony karo. kh. drabatir cry koto taka? ga. chcrbriddhi munafa nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd