Question:আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র, ছাত্রীরা বনভোজনে যাওয়ার জন্য 3000 টাকায় বাস ভাড়া করল । প্রতেক ছাত্র-ছাত্রী সমান ভাড়া বহন করবে বলে ঠিক করল । 10 জন ছাত্র-ছাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 10 টাকা বৃদ্ধি পেল ।
ক.x জন ছাত্র-ছাত্রীর ভাড়া p টাকা হলে y জন ছাত্র-ছাত্রীর ভাড়া কত?
খ.বাসে ছাত্র-ছাত্রী সংখ্যা কত এবং মাথাপিছু ভাড়া কত ?
গ.কতজন ছাত্র-ছাত্রী না আসলে মাথাপিছু ভাড়া 25 টাকা বৃদ্ধি পাবে এবং ছাত্র-ছাত্রী সংখ্যা কত বৃদ্ধি পেলে মাথাপিছু ভাড়া 40 টাকা হ্রাস পাবে ?
Answer ক. x জন ছাত্র-ছাত্রী ভাড়া = p টাকা
`:.` 1 জন ছাত্র-ছাত্রীর ভাড়া `= p/x` টাকা
`:.` y জন ছাত্র-ছাত্রীর ভাড়া `=(py)/x` টাকা (Ans)
খ. মনে করি, ছাত্র-ছাত্রী সংখ্যা = x জন
`:.` মাথাপিছু ভাড়া`= 3000/x` টাকা
এখন, 10 জন ছাত্র-ছাত্রী না অাসায় বাসে
ছাত্র-ছাত্রীর সংখ্যা `=(x-10)` জন
`:.` তাদের মাথাপিছু ভাড়া `=3000/(x-10)` টাকা
প্রশ্নমতে,`3000/(x-10)=3000/x+10`
বা, `3000/(x-10)=(3000+10x)/x`
বা, `(x-10)(3000+10x)=3000x`
বা, `3000x+10x^2-30000-100x=3000x`
বা, `10x^2-100x-30000=0`
বা, `x^2-10x-3000=0`
বা, `x^2-60x+50x-3000=0`
বা, `x(x-60)+50(x-60)=0`
বা, `(x-60)(x+50)=0`
হয়, `x-60=0` অথবা, `x+50=0`
`:. x= 60` x`!=`-50 [যেহেতু ছাত্র-ছাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না ]
`:.` বাসে ছাত্র-ছাত্রী সংখ্যা `=(x-10) `জন
`=(60-10)`জন
`=50`জন
`:.` মাথাপিছু ভাড়া = `3000/50`টাকা `= 60` টাকা (Ans.)
গ. ধরি, R জন ছাত্র-ছাত্রী না আসলে মাথাপিছু
ভাড়া 25 টাকা বৃদ্ধি পাবে ।
`:.` বাসে ছাত্র-ছাত্রী সংখ্যা `=(60-R)` জন
`:.` মাথাপিছু ভাড়া `= 3000/(60-R)` টাকা
পূর্বের মাথাপিছু ভাড়া টাকা `= 3000/60`
`=50`টাকা
প্রশ্নমতে,`3000/(60-R)= 50+25`
বা, `3000/(60-R)=75`
বা, `3000=75(60-R)`
বা, `3000= 4500-75R`
বা, `75R= 4500-3000`
বা, `75R= 1500`
বা, `R=1500/75`
`:. R= 20` জন (Ans.)
আবার, ধরি,Q জন ছাত্র-ছাত্রী বেশি আসলে মাথাপিছু ভাড়া 40 টাকা হ্রাস পাবে ।
`:.` বাসে ছাত্র-ছাত্রী সংখ্যা `=(60+Q)` জন
`:.` মাথাপিছু বাড়া `=3000/(60+Q)` টাকা
পূর্বের মাথাপিছু ভাড়া টাকা `=3000/60`
=50 টাকা
প্রশ্নমতে, `3000/(60+Q)=50-40`
বা, `3000/(60+Q)= 10` বা, `3000= 600+10Q`
বা, `10Q= 3000-600`
বা, `10Q= 2400`
বা, `Q=2400/10`
`:. Q= 240` জন (Ans)