Question:একটি লঞ্চে ডেকের যাত্রীসংখ্যা কেবিনের যাত্রীসংখ্যার চারগুণ অপেক্ষা 2 বেশী । মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ
ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা ।
ক. তথ্য গুলোকে সমীকরণ আকারে লিখ ।
খ. মোট যাত্রীসংখ্যা বের কর ।
গ. মোট যাত্রীসংখ্যা অপরিবর্তি রেখে মোট ভাড়া টাকা পেতে হলে কেবিনের যাত্রীসংখ্যা কত জন বেশী হতে পারে ।
Answer ক. মনে করি, কেবিনের যাত্রীসংখ্যা x জন
`:.`ডেকের যাত্রী সংখ্যা`(4x+2)` জন
দেওয়া আছে, ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা
`:.` কেবিনের মাথাপিছু ভাড়া `(30xx2)` বা, 60 টাকা
প্রশ্নানুসারে, `60x+30(4x+2) = 1680`............(i)
খ. “ক” অংশ হতে পাই,
`60x+30(4x+2)= 1680`
বা,`60x+120x+60= 1680`
বা, `180x= 1680-60`
বা, `180x= 1620`
বা, `x= 1620/180`
`:. x= 9`
`:.` কেবিনের যাত্রী সংখ্যা = 9 জন
এবং ডেকের যাত্রী সংখ্যা `= (4xx9+2)` জন
= 38 জন
`:.` মোট যাত্রী সংখ্যা `=(9+38)`জন = 47 জন (Ans.)
গ. “খ” অংশ হতে পাই,
লঞ্চের মোট যাত্রী সংখ্যা 47 জন
এবং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন
মনে করি, 1860 টাকা পাওয়ার জন্য কেবিনের যাত্রীসংখ্যা হবে x জন
`:.` ডেকের যাত্রী সংখ্যা `(47-x)` জন
ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা
`:.` কেবিনের মাথা পিছু ভাড়া `(30xx2` বা, 60 টাকা
প্রশ্নানুসারে, `60x+(47-x)30= 1860`
বা, `60x+1410-30x= 1860`
বা, `30x= 1860-1410`
বা, `30x= 450`
বা, `x= 450/30`
`:.x= 15`
`:.` কেবিনের যাত্রী সংখ্যা বেশি করতে হবে `(15-9)` বা, 6 জন
6 জন বেশি । (Ans.)