Question:একজন ক্ষুদ্র ব্যকসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 4% লাভ করলেন। বছর শেষে তিনি 256 মুনাফা পেলেন । ক. উপরিক্ত তথ্যগুলোকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । খ.তিনি কত টাকার উপর 5% এবং কত টাকার উপর 4% লাভ করলেন ? গ.তিনি যদি 5% মুনাফার পরিবর্তে 10% মুনাফা পেতো তাহলে মোট মুনাফা কত হত ? 

Answer ক. মনে করি, 5% হারে বিনিয়োগের পরিমাণ = x টাকা তাহলে, 4% হারে বিনিয়োগের পরিমাণ `=(5600-x)` টাকা শর্তমতে, x এর `5/100+(5600-x)`এর `4/100= 256` বা, `(5x)/100+4(5600-x)/100= 256 (Ans.)` খ. ’ক’ হতে পাই, `(5x)/100+4(5600-x)/100 = 256` বা, `5x+22400-4x= 25600` বা, `x =3200` (Ans) `:.` তিনি 3200 টাকার উপর 5% লাভ করলেন `:.` তিনি 4% লাভ করলেন (5600-3200) টাকা বা, 2400 টাকার উপর (Ans.) গ. ‘খ’ হতে পাই, তিনি 5% লাভ করেন 3200 টাকার উপর এবং 4% লাভ করেন 2400 টাকার উপর । মুনাফা যদি 5% এর পরিবর্তে 10% হয় অর্থাৎ 3200 টাকার 10% মুনাফা `=(3200xx10/100) ` টাকা `= 320` টাকা এবং 2400 টাকার মুনাফা 4% টাকা `=(2400xx4/100)`টাকা `= 96` টাকা `:.` মোট মুনাফা ` = (320+96)` টাকা `= 416` (Ans.) 

+ Report
Total Preview: 1965
akjon khudra bakshayoী 5600 taka biniyog kare ak bochor par kichu takar upar 4% labh karolen. bochor sheshe tini 256 munafa pelen . ka. uparikto tothoguloke akti shomikroner madhjome prokasho kar . kh.tini koto takar upar 5% abong koto takar upar 4% labh karolen ? ga.tini jodi 5% munafar pariborote 10% munafa peto tahole mot munafa koto hot ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd