Question:যদি x + y = 3, হয়, xy = 2 হয়, তবে উদ্দীপকের আলোকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. x - y এর মান নির্ণয় কর।
খ. `(x^3 + y^3) + 4(x^2 + y^2)` এর মান নির্ণয় কর।
গ. প্রমাণ কর যে, `x^8 + y^8 = 257`
Answer ক. দেওয়া আছে, x + y = 3, xy = 2 তাহলে,
আমরা জানি, `(x - y)^2 = (x + y)^2 - 4xy`
`= (3)^2 - 4.2` [মান বসিয়ে]
`= 9 - 8 = 1`
অতএব, x - y = 1 (Ans)
খ. দেওয়া আছে, x + y = 3, xy = 2 তাহলে,
প্রদত্ত রাশি, `= (x^3 + y^3) + 4(x^2 + y^2)`
`= (x + y)^3 - 3xy (x + y) + 4{(x + y)^2 - 2xy}`
`= (3)^3 - 3.2.3 + 4{(3)^2 - 2.2}` [মান বসিয়ে]
`= 27 - 18 + 4(9 - 4)`
= 9 + 4.5
= 9 + 20
= 29 (Ans)
গ. দেওয়াে আছে, x + y = 3, xy = 2
আমরা পাই, `x^8 + y^8`
`= (x^4)^2 + (y^4)^2`
`= (x^4 + y^4)^2 - 2.x^4.y^4`
`= {(x^2)^2 + (y^2)^2}^2 - 2x^4y^4`
`= {(x^2 + y^2)^2 - 2x^2y^2}^2 - 2(xy)^4`
`= [{(x + y)^2 - 2xy}^2 - 2(xy)^2]^2 - 2(xy)^4`
`= [{(3)^2 - 2.2}^2 - 2(2)^2]^2 - 2(2)^4` [মান বসিয়ে]
`= [{9 - 4}^2 - 2.4]^2 - 2.16`
`= [{5}^2 - 8]^2 - 32`
`= [25 - 8]^2 - 32`
`= [17]^2 - 32`
`= 289 - 32`
= 257
:.` x^8 + y^8 = 257` (প্রমাণিত)