Question:মরীচিকা কাকে বলে?
Answer দিনের বেলায় প্রখর সূর্যালোকে মরুভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য দূরবর্তী কোনো গাছের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক যেমন জলাশয়ের পানিতে গাছের প্রতিবিম্ব দেখা যায়। মরুভূমির এরূপ দৃষ্টি ভ্রমকে মরীচিকা বলে।
+ Report
morichika kake bole?