Question:অপটিক্যাল ফাইবারে কীভাবে আলো বহন করা হয়- ব্যাখ্যা কর। 

Answer অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় খুব সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট কাচতন্তু দ্বারা। এই তন্তুর প্রতিসরাঙ্ক 1.7। ফাইবারের উপর অপেক্ষাকৃত কম প্রতিসরাঙ্কের (1.5) পদার্থের একটি আবরণ দেওয়া হয়। ফািইবারের একপ্রান্তে ক্ষুদ্র কোণে আপতিত আলোক রশ্মি ফাইবারের ভিতরে বারবর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে। 

+ Report
Total Preview: 540
opatikal faibare kivabe alo bohon kara hoyo- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd