Question:স্বাস্থক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কী কাজে লাগে- ব্যা্খ্যা কর। 

Answer কোনো রোগীর পাকস্থলির ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভেতর দিয়ে পাকস্থলীতে ঢোকানো হয়। এই আলোক নলের এক সেট অপটিক্যাল ফাইবার দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলির দেয়অলের সংশ্লিষ্ট অশকে আলোকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে আলোকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে বাইরে দেখা যায়। এই পদ্ধতি এন্ডোস্কোপি নামে পরিচিত। এভাবে আলোকনল ঢুকিয়ে রক্তবাহী ধমনি বা শিরার ব্লক বা হৃৎপিন্ডের ভালবগুলোর ক্রিয়া দেখা যায়। 

+ Report
Total Preview: 494
shobashothokkhetre opatikal faibar ki kaje lage- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd