Question:বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধনে কীরূপ বিপদ হতে পারে ব্যাখ্যা কর।
Answer বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধন হলে পরিবাহী তার উন্মুক্ত হয়ে যায়। এখন কোনোভাবে যদি জীবন্ত তার শরীরের সংস্পর্শে আসে তখন মারাত্মক বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে হয়। এছাড়া অন্তরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে শর্ট সার্কিটের সৃষ্টি হবে এবং অগ্নিকান্ড ঘটতে পারে।
+ Report
boiddutik jontropatir ontoroker khtishadhne kirup bipadhote pare baakha karo.