1. Question:নিরাপদ পানির ৪টি উৎসের নাম লেখ। নিরাপদ নয় িএমন ৪টি পানির উৎসের নাম লেখ। এ পানি পান করলে ত্বকের কোন রোগটি হতে পারে? 

    Answer
    নিরাপদ পানির ৪টি উৎস হলো-
    ১. নলকূপের পানি
    ২. ফুটানো পানি
    ৩. ফিল্টার করা পানি
    ৪. বোতলে প্রক্রিয়াজাত করা পানি।
    নিরাপদ নয় এমন ৪টি পানির উৎস হলো-
    ১. পুকুরের পানি।
    ২. নদীর পানি।
    ৩. সমুদ্রের পানি।
    ৪. বৃষ্টির পানি।
    এমন অনিরাপদ পানি পান করলে ত্বকের চর্মরোগ হতে পারে।

    1. Report
  2. Question:কোন পানি পান করা নিরাপদ আর কোন পানি পান করার অনিরাপদ? 

    Answer
    নিরাপদ পানি:
    ১. ফুটানো পানি
    ২. ফিল্টার করা পানি
    ৩. বোতল প্রক্রিয়াজাত করা পানি
    ৪. সবুজ রং করা নলকূপের পানি
    অনিরাপদ পানি:
    ১. পুকুরের পানি
    ২. নদীর পানি
    ৩. সমুদ্রের পানি
    ৪. লাল রং করা নলকূপের পানি

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd