1. Question:পানির তিনটি অবস্থার নাম কী? 

    Answer
    পানির তিনটি অবস্থার নাম হলো- ১. বরফ, ২. পানি ও ৩. জলীীয় বাষ্প।

    1. Report
  2. Question:পদার্থ কী ব্যাখ্যা কর। 

    Answer
    যার ওজন আছে, জায়গা দখল করে তাই পদার্থ। প্রত্যেক পদার্থেরই সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন- এদের আকার ও আকৃতি রয়েছে। এদের কোনোটি ভারী, কোনোটি হালকা, কোনোটি গোল, কোনোটি চৌকা, আবার কোনোটি নরম, কোনোটি শক্ত। উদাহরণ- কাঠ, গ্লাস, চেয়ার ইত্যাদি।

    1. Report
  3. Question:কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য লেখ। 

    Answer
    কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য হলো-
    কঠিন পদার্থ :
    ১. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে। যেমন- পাথর।
    ২. কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে যায়।

    1. Report
  4. Question:কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য লেখ। 

    Answer
    কঠিন এবং তরল পদার্থের দুইটি পার্থক্য হলো-
    কঠিন পদার্থ :
    ১. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার থাকে। যেমন- পাথর।
    ২. কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে যায়।
    তরল পদার্থ :
    ১. তরল পদার্থের আকার নেই, কিন্তু নিজস্ব আয়তন আছে। যেমন- পানি।
    ২. তরলকে তাপ দিলে তা বাষ্প হয়ে যায়।

    1. Report
  5. Question:বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য লেখ। 

    Answer
    বায়বীয় পদার্থের দুইটি বৈশিষ্ট্য হলো-
    ১. বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন ও আকার নেই।
    ২. বায়বীয় পদার্থকে খুব বেশি ঠাণ্ডা করলে তা তরলে পরিণত হয়।

    1. Report
  6. Question:পদার্থ কত প্রকার ও কী কী? 

    Answer
    পদার্থ তিন প্রকার। যথাঃ কঠিন, তরল ও বায়বীয়।

    1. Report
  7. Question:তরল পদার্থ কাকে বলে? 

    Answer
    যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাদেরকে তরল পদার্থ বলা হয়। যেমন- পানি, দুধ, তেল ইত্যাদি।

    1. Report
  8. Question:বায়বীয় পদার্থ কাকে বলে? 

    Answer
    যেসব পদার্থের নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আয়তন বা আকার নেই, তাদেরকে বায়বীয় পদার্থ বলা হয়।

    1. Report
  9. Question:পানির তরল অবস্থার ১টি ব্যবহার লেখ। 

    Answer
    তরল পানিতে আমরা সাঁতার কাটি।

    1. Report
  10. Question:বরফ পাানির কোন অবস্থা? 

    Answer
    কঠিন অবস্থা।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd