Question:কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে? 

Answer তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদরে যথাযথ দক্ষতা অর্জন করা জরুরী। তথ্য খুঁজতে আমাদের প্রথমেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। কেননা তথ্য সংগ্রহ করতে ইন্টারনেটে নানা বিষয় যেমন- সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, সার্চ বার, তথ্য নির্বাচন ইত্যাদি বিষয় সম্পকের্ ধারণা থাকা জরুরী তা না হলে তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে ব্যর্থ হবে। আবার তথ্য সংগ্রহকারী যদি সঠিক তথ্য সংগ্রহে ব্যার্থ হবে। আবার তথ্য সংগ্রহকারী সঠিক তথ্য তথ্যর গুরুত্ব অনুধাবন করতে না পারেন তবে তথ্য জানার কোনো সুফল পাওয়া যাবে না। জানা তথ্য যদি সকলের নিকট বিনিময় করার প্রয়োজন হয় তবে তা অবশ্যই বিনিময় করতে হবে। তথ্য বিনিময়ের জন্য বিনিময় মাধ্যম, যেমন- ইন্টারনেট, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহার করার জন্য অভিজ্ঞাতার প্রয়োজন। যদি তথ্য সংগ্রহকারী তথ্যের গুরুত্ব মূল্যায়ন করতে না পারেন তবে সে তথ্য ব্যাবহার এর কোন উপকারে আসবে না। 

+ Report
Total Preview: 2106
ken totho khuঁje pete, buঝte, muljoayon o babohar karote amader jothajotho dokhta orojon karote hobe?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd