Answer ক. ইংরেজ বিজ্ঞাণী রবার্ট হুক কোষ আবিস্কার করেন।
খ. যে কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয় তাকে আদি কোষ বলে।
ব্যাকটেরিয়ার কোষ একটি আদিকোষ।
গ. চিত্র-১ একটি প্রাণীকোষের চিত্র এবং চিত্র-২ উদ্ভিদকোষের চিত্র। দুটি চিত্রেই সাদৃশ্যপূর্ণ
অঙ্গাণুগুলো হলো যথাক্রমে কোষঝিল্লি প্রোটোপ্লাজম, সাইট্রোপ্লাজম, কোষ গহব্বর ও
নিউক্লিয়াস। নিচে এদের কাজের বর্ণনা দেওয়া হলো-
কোষ ঝিল্লি: এটি কোষের ভিতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল
নিয়ন্ত্রন করে।
প্রোটোপ্লাজম : একে জীবনের ভিত্তি বলা হয়। এটি কোষ ঝিল্লি, সাইট্রোপ্লাজম ও নিউক্লিয়াস
কোষ ধারণ করে।
সাইট্রোপ্লাজম : এর প্রধান কাজ হলো কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো ধারণ করা।
কোষ গহব্বর : কোষ গহব্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে এবং কোষের উপর
কোনো চাপ এলে তা নিয়ন্ত্রন করে।
নিউক্লিয়াস : এটি কোষের সব শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে।
ঘ. চিত্রের উভয়ই কোষের প্রাণ কেন্দ্র হলো নিউক্লিয়াস। অঙ্গাণুটি কোষের সমস্ত জৈবিক কাজের
নিয়ন্ত্রক। নিচের এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- নিউক্লিয়াস এর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের
তথা জীবের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে। এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে
ব্যবহৃত হয়। নিউক্লিয়াসের নিউক্লিওয়াস বিভিন্ন প্রকার সংগ্রহ করে, প্রোটিন সংশ্লেষণ ও সরক্ষণ
করে এবং নিউক্লিওটাইমের ভান্ডার হিসেবে কাজ করে। এছাড়া ক্লোমার্টিন অন্তু মিউটেশন,
প্রকরণ সৃষ্টিতে ভূৃমিকা পালন করে। এটি কোষের অন্যন্য অঙ্গাণুর কাজের নিদের্শ দেয় ও
বাধা দেয়। অতএব বলা যায়, নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক কাজের নিয়ন্ত্রক।