Question:৪. বিজ্ঞান শিক্ষক তানভীর আহমদ সাহেব কোষের গঠনের উপর ক্লাস নিচ্ছিলেন।
তিনি বললেন জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি তিনি একটি প্রাণীকোষের চিহিৃত
চিত্র আকলেন এবং কোষপ্রচীর প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি, সাইট্রাপ্লাজম ও কোষ
গহব্বরের ব্যাখ্যা করলেন।
ক. কে কোষ আবিস্কার করেন?
খ. মাইকোকন্ডিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন?
গ. শিক্ষক যে কোষ আকলেন তার চিহিৃত চিত্র অঙ্কন কর।
ঘ. শিক্ষক যেসব অঙ্গাণু উল্লেখ করেছেন তাদের কাজ বিশ্লেষণ কর।
Answer ক. লিউয়েন হুক কোষ আবিস্কার করেন।
খ. শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া মাইটোকন্ডিয়ার অভ্যন্তরে ঘটে থাকে।
এর ভেতরে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে জীব তার সব ধরণের জৈবিক
কাজ কর্মে পরিচালনা করে। তাই মাট্রোকন্ডিয়াকে কোষের শক্তি উৎপাদন
বলা হয়।
গ. শিক্ষক যে কোষ আকলেন সেটি হলো প্রাণী কোষ।
ঘ. শিক্ষক যেসব অঙ্গাণু উল্লেখ করেছেন সেগুলো হলো: কোষপ্রাচীর, প্রোটোপ্লজম,
কোষঝিল্লি, সাইট্রোপ্লাজম ও কোষ গহব্বর। নিচে তাদের কাজ বিশ্লেষণ করা হলো:
কোষ প্রাচীর কোষের কোষের আকৃতি দান করে, কোষকে বাইরের আঘাত থেকে
রক্ষা করে, প্রয়োজনীয় দৃঢতা প্রদান করে এবং কোষের ভেতর বাইরের তরল পদার্থের
যাতায়াত নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজমে অবস্থিত কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম কোষের
ভেতর বাইরে বিভিন্ন দ্রব্য আদান প্রদান ও পরিশোধণ করে। এছাড়া বিভিন্ন ধারণ এবং
কোষ দেহকে আকার প্রদান করে। কোষ গহব্বরের কাজ হলো কোষ রস ধারণ করা এবং
পানির সমতা রক্ষা করা। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, শিক্ষকের আলোচিত
অঙ্গাণুসমৃহ জীবদেহের জন্য অত্যন্ত গূরুত্বপৃর্ণ।