Question:৩.ক. কোষ আবিস্কার করেন কে? খ. আদিকোষ বলতে কি বুঝায়? গ. চিত্র-১ ও ‍চিত্র-২ এর মধ্যে সাদৃশ্যপূর্ণ অঙ্গগাণুগুলো চিহিৃত করে এর কাজ উল্লেখ কর। ঘ. উভয়ের প্রানকেন্দ্র তাদের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণে কী ভূমিকা রাখে? বিশ্লেষণ কর। 

Answer ক. ইংরেজ বিজ্ঞাণী রবার্ট হুক কোষ আবিস্কার করেন। খ. যে কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয় তাকে আদি কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষ একটি আদিকোষ। গ. চিত্র-১ একটি প্রাণীকোষের চিত্র এবং চিত্র-২ উদ্ভিদকোষের চিত্র। দুটি চিত্রেই সাদৃশ্যপূর্ণ অঙ্গাণুগুলো হলো যথাক্রমে কোষঝিল্লি প্রোটোপ্লাজম, সাইট্রোপ্লাজম, কোষ গহব্বর ও ‍নিউক্লিয়াস। নিচে এদের কাজের বর্ণনা দেওয়া হলো- কোষ ঝিল্লি: এটি কোষের ভিতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রন করে। প্রোটোপ্লাজম : একে জীবনের ভিত্তি বলা হয়। এটি কোষ ঝিল্লি, সাইট্রোপ্লাজম ও ‍নিউক্লিয়াস কোষ ধারণ করে। সাইট্রোপ্লাজম : এর প্রধান কাজ হলো কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো ধারণ করা। কোষ গহব্বর : কোষ গহব্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে এবং কোষের উপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রন করে। নিউক্লিয়াস : এটি কোষের সব শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। ঘ. চিত্রের উভয়ই কোষের প্রাণ কেন্দ্র হলো নিউক্লিয়াস। অঙ্গাণুটি কোষের সমস্ত জৈবিক কাজের নিয়ন্ত্রক। নিচের এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- নিউক্লিয়াস এর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের তথা জীবের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে। এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র ‍হিসেবে ব্যবহৃত হয়। নিউক্লিয়াসের নিউক্লিওয়াস বিভিন্ন প্রকার সংগ্রহ করে, প্রোটিন সংশ্লেষণ ও সরক্ষণ করে এবং নিউক্লিওটাইমের ভান্ডার হিসেবে কাজ করে। এছাড়া ক্লোমার্টিন অন্তু মিউটেশন, প্রকরণ সৃষ্টিতে ভূৃমিকা পালন করে। এটি কোষের অন্যন্য অঙ্গাণুর কাজের নিদের্শ দেয় ও বাধা দেয়। অতএব বলা যায়, নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক কাজের নিয়ন্ত্রক। 

+ Report
Total Preview: 1779
৩.k. kosh abishokar karen ke? kh. adikosh bolte ki buzayo? ga. chitro-১ o ‍chitro-২ ar modhe shadrishojopaূron ongoganugulo chihiৃt kare ar kajo ullakh karo. gh. ubhyer prankendra tader shokl jaৈbik kajo niyontrone ki bhূmika rakhe? bisholeshn karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd