Question:সোহান ও বিপ্লব স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে হেটে আসার সময় সোহান
ছোট তেতুল গাছের একটি ডাল ভাঙ্গল। এটা দেখে বিপ্লব বলল আমাদের উদ্ভিদ
ও প্রাণীর প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।
ক. পাতা কত প্রকার?
খ. পত্রমূল বলতে কী বোঝায়?
গ. সোহানের ভাঙ্গা গাছের পত্র যেীগিক পত্র-ব্যাখ্যা কর।
ঘ. সোহানের উক্তিটি বিশ্লেষণ কর।
Answer ক. পত্রফলকের বৈশিষ্টের ভিত্তিতে পাতা প্রধাণত ২ প্রকার।
খ. পাতার যে অংশ কান্ড বা শাখা-প্রশাখার গায়ে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে।
কোনো উদ্ভিদের পত্রমূল স্ফীত হয়। আবার কোনো কোনো উদ্ভিদের পত্রমূল
কান্ডকে আংশিকভাবে বেষ্টন করে রাখে। এছাড়া কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের
পাশ হতে পাতার ন্যায় অংশ বা উপপত্র বের হয়।
গ. উদ্দীপকে সোহান ছোট একটি তেতুল গাছের ডাল ভাঙ্গে। তেতুল গাছের পাতা পর্যবেক্ষণ
করলে কতকগুলো বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন-
i. পাতায় অনেকগুলো ফলক রয়েছে।
ii. পাতার ফলকগুলো সম্পৃর্নভাবে পৃথক।
iii. পাতায় মধ্যশিরার পরিবর্তে অক্ষ বিদ্যমান।
iv. পাতার কক্ষে মূকুল অনুপস্থিত।
উল্লিখিত বৈশিষ্ট্যসমৃহ যেীগিক পত্রে দেখা যায়। তাই বলা যায় সোহানের ভাঙ্গা
গাছের পাতা যেীগিক।
ঘ. উদ্দীপকে বিপ্লব উদ্ভিদ ও প্রাণীর প্রতি যত্নশীল হওয়ার কথা বলেছে। আমাদের
চারপাশের পরিবেশে বিভিন্ন ধরণের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। সু্স্থ ও সুন্দরভাবে বেচে
থাকার জন্য এসব উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা প্রয়োজন। কারণ আমরা গাছ থেকে
বেচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন খাদ্য জ্বালানি বাসস্থান নিমার্ণের সামগ্রী ঔষধ
প্রভৃতি পেয়ে থাকি। এটি পৃথিবীর জলবায়ু সংরক্ষনের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক। এছাড়া
গাছ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন-বন্যা, খরা, অনাবৃষ্টি, জলোচ্ছাস প্রভৃতি হতে রক্ষা
করে। আবার বিভিন্ন ধরণের গৃহপালিত পশু পাখি যেমন-হাস, মুরগি, গুরু ছাগল প্রভুতি
হতে রক্ষা করে। উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, পৃথিবীকে সুন্দর বাসযোগ্য
রাখতে এবং নিজেদের বেচে থাকার প্রয়োজনে উদ্ভিদ ও প্রাণীর প্রতি যত্নশীল হওয়া
একান্ত আবশ্যক।