ক. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উখ্লে কর। গ. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত-বিশ্লেষণ কর।"> ক. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উখ্লে কর। গ. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত-বিশ্লেষণ কর।" /> ক. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উখ্লে কর। গ. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত-বিশ্লেষণ কর।" />

Question:৩. সালোকসংশ্লেষণ ক. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়? খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উখ্লে কর। গ. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ঘ. প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত-বিশ্লেষণ কর। 

Answer ক. সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। খ. প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উল্লেখ করা হলো- কার্বন ডাই-অক্সাইড + পানি আলো/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন + পানি। গ. উ্দ্দীপকে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমন্ডল থেকে পানি শোষণ করে পাতায় নিয়ে যায়। এরপর সৃর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে পানি ও কার্বন ডাই-অক্সাইডের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং একই সাথে বায়ুমন্ডল অক্সিজেন ত্যাগ করে। ঘ. উল্লিখিত প্রক্রিয়াটি হলো উদ্ভিদের সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এ খাদ্য নিজের প্রয়োজন মিটিয়ে জীবজগতের অন্যদের জন্য নিজের দেহে সঞ্ঝয় করে রাখে। জীবজগতের সকল জীবের শারীরবৃত্তীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য থেকেই জীব পেয়ে থাকে। এছাড়া প্রাণীজগতের কোনো প্রাণীই অক্সিজেন ছাড়া বাচতে পারে না। আর সে আক্সজেন সালোকসংশ্লেষণের ফলেই তৈরি হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সালোকসংশ্লেষণ না ঘটলে প্রকৃতিতে জীবের কোনো অস্তিত্ব থাকত না। সুতরাং সালোকসংশ্লেষণ তথা প্রক্রিয়াটির সঙ্গে জীবের অস্তিত্ব সম্পর্কিত কথাটি তাৎপর্যপৃর্ণ। 

+ Report
Total Preview: 2306
৩. shalokshongsholeshn ka. shalokshongsholeshne kon ggoasho utpanno hoyo? kh. prokriyatike shomikroner madhjome ukhle karo. ga. udodipake shongghtit prokriyati baakha karo. gh. prokriyatir shonge jiber oshotitto shomoparokit-bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd