Question:৪. কার্বন ডাই-অক্সাইড + X সৃর্যালোক/ক্লোরোফিল Y + অক্সিজেন ক. শ্বসনের ফলে কী নির্গত হয়? খ. সালোকসংশ্লেষণ কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? গ. উল্লিখিত বিক্রিয়ায় অক্সিজেন তৈরির সত্যতা যাচাই কর। (চিত্র আবশ্যক) ঘ. উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়টি সম্পৃর্ণ কর এবং এই বিক্রিয়ায়র গুরুত্ব বিশ্লেষণ কর। 

Answer ক. শ্বসণের ফলে শক্তি নির্গত হয়। খ. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবী বসবাসের সম্পৃর্ণ অযোগ্য হয়ে পড়ত। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় বলে পরিবেশে এর পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। গ. উল্লিখিত বিক্রিয়ায় অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এর এর সত্যতা যাচাই এর জন্য নিচে একটি পরীক্ষা উল্লেখ করা হলো: পরীক্ষার উপকরণ: একটি বিকার, একটা ফানেল, একটা টেস্টটিউব, পানি সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশলাই। কার্য পদ্ধতি: বিকারটি দুই-তৃতীয়াংশ পানি দিয়ে পৃর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিল উদ্ভিদগুলোর কান্ড ফানেলের নলের উপরের ‍দিকে থাকে। বিক্রিয়া এরপর বিকারে আরও পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পৃর্ণভাবে পানিতে ডুবে থাকে। এবার টেস্টটিউবটি পানি দিয়ে পৃর্ণ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দেই যাতে টেস্টটিউবের পানি বের না হয়ে যায়। এরপর এ সবকিছুকে সৃর্যালোকে রাখি। পর্যবেক্ষণ: কিছুক্ষন পর দেখাতে পাব হাইড্রিল উদ্ভিদগুলোর কান্ডের প্রাপ্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্টটিউবে জমা হচ্ছে এবং টেস্টটিউব পানি নিচে নেমে যাচ্ছে। টেস্টটিউবটা প্রায় সম্পৃর্ণটা গ্যাসে পৃর্ণ হলে দিয়াশলাইয়ের একটা সদ্য নেভানো কাঠিটি দপ করে জ্বলে উঠবে। অর্থাৎ টেস্টটিউবের গ্যাস অক্সিজেন। কারণ অক্সিজেন নিজে জ্বলেনা কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। ঘ. উদ্দীপকে উল্লিখিত সম্পৃর্ণ বিক্রিয়াটি নিচে সম্পৃর্ণ করে দেখানো হলো- কার্বন ডাইঅক্সাইড + পানি সৃর্যালোক/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন এখানে X = পানি এবং Y = গ্লুকোজ উক্ত বিক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করা হলো- খাদ্য উৎপাদন: জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধম্যে উৎপন্ন হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্ঝললের মূলে আছে খাদ্য। কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সর্ম্পক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। তাই সালোকসংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনই সংকটাপন্ন। পরিবেশে গ্যাস বিনিময়: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমন্ডল সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে। উপরিউক্ত আলোচনা থেকে এ কথা বলা যায় যে, জবিনের অস্তিত্ব সম্পৃর্ণ নির্ভর করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। 

+ Report
Total Preview: 1326
৪. karobon dai-okoxaiড + X shirjalok/klorofel Y + okoxিjen ka. shoboshoner phole ki nirogt hoyo? kh. shalokshongsholeshn kivabe paribesher varoshamojrokha kare? ga. ullikhit bikriyay okoxিjen toirir shottata jachai karo. (chitro aboshojok) gh. udodipake ullikhit bikriyoti shomopriron kar abong ai bikriyayor gurutto bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd