Home  • Courses • School Level Course
সি এস এস সিনট্যাক্সঃ সি এস এস(CSS)এর সিনট্যাক্স তিনটি অংশ নিয়ে গঠিত। এগুলো হলঃ ১) সিলেক্টর(SELECTOR) ২) প্রোপার্টি (PROPERTY) ৩)ভ্যালু(VALUE) সিলেক্টর হলো সাধারন ভাবে আপনি যে HTML এলিমেন্ট/ট্যাগটি নির্ধারণ করতে চান সেটি । প্রোপার্টি হলো সেই অ্যাট্রিবিউট সেটিকে আপনি পরিবর্তন করতে চান ।আর প্রতিটি প্রোপার্টি একটি ভ্যালুকে গ্রহণ করতে পারে । প্রোপার্টি এবং ভ্যালু একটি কোন দ্বারা পৃথক করা থাকে এবং এদের চারপাশে একটি কার্লি ব্রাসেস দ্বারা এরা আবদ্ধ থাকে । body{color:red} ভ্যালুটি যদি একাধিক শব্দ সম্বলিত হয় তবে ভ্যালুটি উদ্ধৃত চিন্হের মধ্য রাখতে হবে । p{front-family:”sans serif} আপনি যদি একাধিক প্রোপার্টি নিদিষ্ট করে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিটি প্রোপার্টি একটি সেমিকোলন দ্বারা পৃথক করে দিতে হবে ।নিচের উদাহরণটি লক্ষ্য করুন । এখানে সেন্টার অ্যালাইকৃত প্যারাগ্রাফ রয়েছে যার টেক্সেটের কালার হলো লাল ।যেমনঃ p{text-align:center;color:red} স্টাইল ডেফিনেসন গুলোকে আরও পঠনযোগ্য করে দিতে আপনি প্রতিটি প্রোপার্টিকে নিচের মতো করে আলাদা আলাদা লাইনে উপস্থাপন করতে পারেন ।

Comments 7


Vai Allah_duniay Ato jayga thakte , ke bolse apnare akhane ai ta post korte.
@ mir mahbubur rahman what's your problem?
no problem,,,,,,,,,,,
mir mahbubur rahman vai ,besi paren naki?
পন্ডিত মানুষ মাহবুব ভাই । এখানে শুধু উনি post দিবেন আর কেউ দিতে পারবে না। @syed ashib zaman
vai, ami kano bolsi apnara bujen nai, sorry, ami apnader bujate pari nai.
aita amar berthota,
About Author
Syed Ashib Zaman
Copyright © 2024. Powered by Intellect Software Ltd