*#7370# = আপনার মোবাইল সেটটি যদি নকিয়া N-series হয়ে থাকে তাহলে এই কোডটি টাইপ করে খুব সহজেই মোবাইল ফ্ল্যাস করা যায় ।
*#92702689# = নকিয়া মোবাইল টি কবে , কখন , কতক্ষন ব্যবহার করা হয়েছে তা এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । এছাড়াও আপনার মোবাইল ফোনের সিরিয়াল নম্বর ও জানতে পারবেন । মোবাইলফোনে মোট কত মিনিট কথা বলা হয়েছে তাও এই কোডটির মাধ্যমে জানতে পারবেন । তবে কোডটি টাইপ করলে এই সব দেখার পর সেটটি Restart দিতে হয় ।
*111*7*2# = আমরা অনেকেই আমাদের সিম নম্বর জানতে পারি না তাই কার্ড রিচার্জ করে জানতে হয় । এই কোডটি চেপে দেখুন আপনার গ্রামীনফোনের সিম নম্বরটি বের হয়ে যাবে । এটা শুধু গ্রামীন ফোনের জন্যই । কোন টাকা কাটবে না ।
1200 = এই টা Aktel সিমের ফোন নম্বর বের করার জন্য ১২০০ ডায়াল করুন এবং শুনে ৪ নম্বর চাপ দিন । দেখুন আপনাকে আপনার একটেল সিমের নম্বরটি বলছে ।
120 = আমাদের অনেক সময় কাষ্টমার কেয়ারের সাথে অনেক্ষন কথা বলার প্রয়োজন পরে কিন্তু বেশীক্ষন কথা বললে আপনার পকেট ফাকে হয়ে যাবে । তাই এই ১২০ তে বাংলালিংক সিম থেকে একটি মেসেজ পাঠান লিখুনঃ Help অথাবা other দেখবেন বাংলালিংক থেকে কিছুক্ষন পর ওরাই কল করবে আপনাকে ।
*126*019…….# = আমাদের মোবাইলে অনেক সময় রিচার্জ থাকে না । তাই বলে তার সাথে যোগাযোগ হবে না তা কি হয় । বাংলালিংক সিম থেকে
*126*019……..# ডায়াল করুন আপনার রিকোয়েস্ট পৌছে যাবে । কিন্তু এর জন্য আপনার ব্যালেন্স থেকে ০.১৫ পয়সা কেটে নিবে। এভাবেও আপনি আপনার বাংলালিংক সিমের নম্বর জানতে পারবেন ।
*123*017……..# = এই কডটি চেপে গ্রামীন ফোন থেকে রিকয়েস্ট কল পাঠিতে পারবেন । যেহেতু এটা ফ্রি তাই একদিনে ৫ বার এর বেশী রিকয়েস্ট কল পাঠাতে পারবেন না ।
*33*0000# = এই কোডটি আপনার নকিয়া ফোন থেকে সকল প্রকার আউটগোয়িং কল প্রতিরোধ করবে । তবে যদি কেই 0000 এই পাসওয়ার্ডটি বদলে থাকে তাহলে *33*….# এর ফাকা স্থানে ওই পাসওয়ার্ডটি বসবে । 0000 এই পাসওয়ার্ডটি নিকিয়া ফোনসেটে ডিফল্ট হিসেবে দেয়া থাকে । এই কোডটার মানে আউটগোয়িং কল লক করা । এটা গ্রামীন ফোন সিমের জন্য
#33*0000# = এটা আপনার লক করা আউটগোয়িং কল আন লক করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য
*35*0000# = এটা আপনার সকল প্রকার ইনকামিং কল রোধ করার জন্য । এটা গ্রামীন ফোন সিমের জন্য ব্যবহৃত হয় ।ও
*41# = এই কোডটা গ্রামীন ফোনের কল ওয়েটিং সার্ভিস চালু করার জন্য ।
#41# = এটা মীন ফোনের কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার জন্য ।
আমরা অনেকেই আন্ড্রয়েড ফোন ইউস করি ,কিন্তু এর কিছু সিক্রেট কোড জানিনা।
তাদের জন্ন্যে আমার এই পোস্ট :
১।(*#06#)-আপনার ime নাম্বার প্রদর্শন করবে।
২।এটা থেকে সাবধান!!!!! সাবধান!!!!(*2767*3855#)-এতে ফোনের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
৩।(*#*#4636#*#*)ব্যাটারী সঙ্ক্রান্ত তথ্য।
৪।(*#*#273282*255*663282*#*#*)
-সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
৫।(*#*#197328640#*#*)-সার্ভিস টেস্ট মোড কোড।
৬।(*#*#1111#*#*)-FTA SOFTWARE ভার্সন।
৭।(*#*#232339#*#*)-Wlan টেস্ট কোড।
৮।(*#*#34971539#*#*)-camera information কোড
Comments 0