আলোর গতিবেগ নিয়ে সর্বকালের শ্রেষ্ঠতম বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যে তত্ব দিয়েছিলো তা ভুল বলে দাবি করেছেন আধুনিক যুগের বিজ্ঞানীরা।
আইনস্টাইনের দেওয়া বিভিন্ন তত্ত্বে বিভিন্ন সময় ভুল খুঁজে বের করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তার আলোর গতিবেগ সম্পর্কে দেওয়া তত্ত্বে অসামঞ্জস্য খুঁজে পাওয়ার দাবি করেছেন এক বিজ্ঞানী।
১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন গণনা করে দেখিয়েছিলেন ভ্যাকুয়ামের মধ্য দিয়ে আলো প্রতি সেকেন্ডে এক লাখ ৮৬ হাজার ২৮২ মাইল বা দুই লাখ ৯৯ হাজার ৭৯২ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। কিন্তু বাল্টিমোরভিত্তিক পদার্থবিজ্ঞানী জেমস ফ্রান্সোন গবেষণা করে দেখেছেন, সুপারনোভা যা বৃহৎ আকারের নক্ষত্র হিসেবে পরিচিত এসএন ১৯৮৭এ-এর কণিকাগুলো ধারণা করা সময়ের তুলনায় ৪ দশমিক ৭ ঘণ্টা পরে পৌঁছেছে। ধ্বংস হওয়া ওই নক্ষত্রটি ১৯৮৭ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল।
Speed-of-Lightম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানীদের ধারণা, ভ্যাকুয়াম সমবর্তনের ফলে পরিভ্রমণের সময় আলোর গতিবেগ খানিকটা ধীর হয়ে থাকতে পারে। ফ্রান্সোনের দাবি, এই পদ্ধতিটি ফোটনের গতিবেগের ওপর ক্রমবর্ধমান প্রভাবের ফলে ঘটতে পারে। এক লাখ ৬৮ হাজার আলোকবর্ষ পর ফোটন প্রায় পাঁচ ঘণ্টা দেরি করতে পারে।
উল্লেখ্য যে, ফ্রান্সোনের এই তত্ত্বটি যদি সঠিক হয়, তাহলে সূর্য থেকেও অনেক দূরে অবস্থিত অন্যান্য গ্যালাক্সিতে অবস্থিত নক্ষত্রের ক্ষেত্রে সকল বিষয় নতুন করে গণনা করতে হবে।
নতুন এ গবেষণাকর্মটি দ্য নিউ জার্নাল অব ফিজিক্সে উপস্থাপিত হয়েছে। বর্তমানে এটি পর্যবেক্ষণে করছে বিজ্ঞানীরা।
Comments 0