1. Question: কোন মৌলটির আয়নিক শক্তি সবচেয়ে বেশী?

    A
    F

    B
    N

    C
    Li

    D
    O

    Note: একই সারনীর যত বাম তেকে ডান দিকে যাওয়া আয়নীকরণশক্তির মান তত বাড়ে।
    1. Report
  2. Question: নিম্নোক্ত কোন মৌলটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?

    A
    F

    B
    N

    C
    Li

    D
    O

    Note: একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।
    1. Report
  3. Question: নিম্নের কোন মৌলটির আয়নিকরণ মক্তি সবচেয়ে বেশী?

    A
    He

    B
    Ne

    C
    Ar

    D
    Kr

    Note: নিস্ক্রিয় গ্যাস গুলোর মধ্যে হিলিয়ামের (He) আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কারণ He পরমাণু সাইজ ছোট হওয়ায় নিউক্লিয়ারের সাথে বহিঃস্থাস্তরের ইলেকট্রনের সাথে আকর্ষণ বেশি থাকে ফলে ইলেকট্রন অপসারণ করা সঠিক হয়।
    1. Report
  4. Question: নিম্নোক্ত কোন মৌলটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?

    A
    He

    B
    Ni

    C
    P

    D
    Al

    Note: ধাতুসমূহের আয়নীকরণ শক্সি নিষ্ক্রীীয় মৌলের তুলনায় কম।
    1. Report
  5. Question: নিম্নের কোন মৌলটির আয়নিকরণ মক্তি সবচেয়ে বেশী?

    A
    C1

    B
    Si

    C
    P

    D
    A1

    Note: পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া যায় তত আয়নী করণ মক্তির মান বৃদ্ধি পায়। সে হিসেবে ক্রেরিন (C1) এর আয়নীকরণ মক্তি সবচেযে বেশি।
    1. Report
  6. Question: 9, 10, 11, 17 এবং 18 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলসমূহের মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ-ধনাত্মক?

    A
    9

    B
    10

    C
    11

    D
    17

    Note: 10 ও 18 পারমাণবিক সংখ্যা বিশিস্ট মৌলগুলো হল নিস্ক্রিয় গ্যাস, 9 ও 17 হলো হ্যালোজেন এবং 11 হল ক্ষার ধাতু (সোডিয়াম)। আমরা জানি, ক্ষারধাতু হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক।
    1. Report
  7. Question: `C1^-`-এর C1 এর প্রথম আয়নিকরণ বিভব-

    A
    কম

    B
    বেশী

    C
    একই

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: পর্যায় সারনীতে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে-

    A
    কোন নির্দিষ্ট নিয়ম না মেনে

    B
    উপর থেকে নীচে

    C
    ডান থেকে বামে

    D
    বাম থেকে ডানে

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি বেশী ইলেকট্রো পজেটিভ?

    A
    Na

    B
    K

    C
    Rb

    D
    Cs

    Note: Not available
    1. Report
  10. Question: পর্যায় সারনিক কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশী?

    A
    ক্ষার ধাতু

    B
    মৃত্তিকা ক্ষার ধাতু

    C
    নিস্ক্রিয় মৌল

    D
    হ্যালোজেন

    Note: হ্যালোজেনসমূহের বহিঃস্থ স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস `ns^2 np^5`। তাই এরা সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি দেখায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd